Kalbaisakhi In Kolkata : চার দিনে দ্বিতীয় কালবৈশাখী মহানগরে – kolkata witnessed again kalbaisakhi for the second time within 4 days


এই সময়: সারা দিনের ভ্যাপসা গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি কেটে গেল কয়েক মুহূর্তের মধ্যে। আবার সেই কালবৈশাখীর সৌজন্যে। সোমবারের পর বৃহস্পতিবার। চার দিনের ব্যবধানে দ্বিতীয় কালবৈশাখী পেল কলকাতা ও সংলগ্ন এলাকা। বৃহস্পতির বেলার দিকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিলই। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে নামার উপক্রম হলেও আকাশে মেঘের দেখা ছিল না। কিন্তু গোটা পরিস্থিতি বদলে গেল কয়েক মিনিটে।

Rain West Bengal : বীরভূমে কিছুক্ষণের মধ্যেই শিলাবৃষ্টি, ভিজবে কলকাতাও? বড় আপডেট হাওয়া অফিসের
প্রথমে আকাশের এক কোণে চিলতে একটু কালো মেঘ। তার পর নিমেষে ওই মেঘই গোটা আকাশের দখল নিল। তবে শুধু কলকাতা নয়, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ফের দাপিয়ে বেড়াল কালবৈশাখী। প্রকৃতি কিছুটা শান্ত হওয়ার পর, প্রাথমিক ভাবে রাজ্যে এক জন নাবালিকার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রশাসন সূত্রের খবর, মৃত কিশোরী বাঁকুড়ার বাসিন্দা।

Kolkata Thunderstorm And Rain : দমকা হাওয়ায় লণ্ডভণ্ড, ধুলো ঝড়ের তাণ্ডবে চোখ মুদল কলকাতা
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘণ্টায় ৬৮ কিলোমিটার বেগে এক মিনিট ধরে ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে আলিপুরের উপর দিয়ে। সোমবার বিকেল-সন্ধ্যায় ঘণ্টায় ৮৪ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ের স্থায়িত্ব ছিল তিন মিনিট। আবহবিদদের মতে, বাতাসের গতি ঘণ্টায় অন্তত ৪৫ কিলোমিটার এবং তার স্থায়িত্ব যদি অন্তত এক মিনিট হয়, চা হলে তাকে কালবৈশাখী বলা যায়।

Kolkata Weather : ঝড়ের তাণ্ডবে তছনছ কলকাতা, মঙ্গলেও তুমুল বৃষ্টির পূর্বাভাস
এ দিনের কালবৈশাখী এই মরশুমের চতুর্থ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল, বুধবার থেকে শনিবার- এই চার দিনই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। বুধবার অবশ্য কলকাতা ও সংলগ্ন এলাকায় ঝড়-বৃষ্টি হয়নি। সোমবার কালবৈশাখীতে ঝড়-বৃষ্টি-বজ্রপাতে রাজ্যে মৃত্যু হয়েছিল ৯ জনের। বৃহস্পতিবার সেই তুলনায় ঝড়ের দাপট কিছুটা কম ছিল।

Jhargram Weather : হঠাৎ আঁধার হল ঝাড়গ্রামের আকাশ, প্রবল ঝড় বৃষ্টি জেলায়
তবে এ দিন বাঁকুড়ার বড়জোড়ায় ঝড়ের সময়ে আম কুড়োতে গিয়ে গাছের ডাল ভেঙে মাথায় পড়ায় মৃত্যু হয় শিল্পা সিং (১৩) নামে এক কিশোরীর। কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার বিকেলের দিকে কালবৈশাখী শুরু হলেও রাজ্যের অন্য কিছু জায়গায় বুধবার রাতেও ঝড়-বৃষ্টি হয়েছে। বুধবার মধ্যরাতে বীরভূমের মুরারই থানা এলাকার কনকপুর গ্রামে দেওয়াল চাপা পড়ে দু’বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে।

Rain In Kolkata: ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া, কলকাতা সহ একাধিক জেলায় কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি!
ওই ঘটনায় জখম হয়েছেন আরও তিন জন। তাঁদের মুরারই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার কালবৈশাখীর কারণে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার নেটওয়ার্কের ব্যাপক ক্ষতি হয়েছে। সংস্থা সূত্রের খবর, সব মিলিয়ে তাদের ১১ কেভি-র ফিডার ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬২টি। ঝড়ে গাছ পড়ে বহু জায়গায় তার ছিঁড়েছে, বিদ্যুতের খুঁটি পড়েছে। একাধিক ট্রান্সফর্মারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কারণে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলার একাংশে বণ্টন সংস্থার নেটওয়ার্কের ক্ষতি হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *