Madhyamik Results 2023 : পূর্ব সফল, বড় ধাক্কা খেল পশ্চিম! মাধ্যমিকের ফলে দুই মেদিনীপুরে ভিন্ন ছবি – overall pass percentage of paschim medinipur is not good in madhyamik examination


শুক্রবার প্রকাশিত হল ২০২৩-র মাধ্যমিক পরীক্ষার ফল। এবারেও জেলা ভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর। এরপর যথাক্রমে কালিম্পং, কলকাতা, পশ্চিম মেদিনীপুর। গতবারের তুলনায় এবার বেশ খানিকটা পিছিয়ে পশ্চিম মেদিনীপুরের পাশের রেকর্ড।২০২২ এ পাশের হারের নিরিখে পশ্চিম মেদিনীপুর তৃতীয় স্থানে থাকলেও এ বছর আরও খানিকটা পিছিয়ে পড়েছে জঙ্গলমহলের এই জেলা। শতাংশের নিরিখে এবার পশ্চিম মেদিনীপুরে পাশের হার ৯২.১৩। যেখানে গত বছর পশ্চিম মেদিনীপুরে পাশের হার ছিল ৯৪.৬২ শতাংশ। হঠাৎ করে কেন পিছিয়ে পড়ল পশ্চিম মেদিনীপুর, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

WB Madhyamik Result Declared : সাফল্য অব্যাহত, সব জেলাকে পিছনে ফেলে মাধ্যমিকে পাশের হারে ফের প্রথম পূর্ব মেদিনীপুর
কেন এমন পরিস্থিতি? শিক্ষক মহলের একাংশ বলছেন পড়ুয়াদের স্কুলে আসার প্রতি ঝোঁক কমছে অনেকটাই। করোনা পরিস্থিতিতে পড়ুয়ারা অনেকেই অনলাইন পঠন-পাঠনে অভ্যস্ত হয়ে গিয়েছে। সেখান থেকে বেরিয়ে স্কুলে এসে পঠন-পাঠনে মনোযোগী নয় অনেকেই। স্কুলে আসলে মানসিক বিকাশও হয় যা পঠন-পাঠনে সহায়তা করে। তা থেকে ক্রমেই বঞ্চিত হয়ে পড়ছে পড়ুয়ারা।

মেদিনীপুর শহরের বিবেকানন্দ শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক পিন্টু সামন্ত বলেন, ‘শিশুদের পঠন পাঠনে মনোযোগী করার ক্ষেত্রে আরও যত্নশীল হতে হবে শিক্ষকদের। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, বিদ্যালয়ে পঠন-পাঠনের মান খতিয়ে দেখতে ঠান্ডা ঘর থেকে রাস্তায় নেমে সার্ভে করতে হবে শিক্ষা দফতরের আধিকারিকদের। সবাই মিলে প্রচেষ্টা করলে তবেই এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব।’

WB Madhyamik Result 2023: মাধ্যমিকে জেলার জয়জয়কার, প্রথম দশের 118 জনের মেধাতালিকায় এবার কলকাতা শূন্য
যে সব স্কুলের নাম আগে কৃতি তালিকায় জ্বলজ্বল করত, এবছর সেই স্কুলগুলি কেন নিজেদের স্থান ধরে রাখতে পারল না বা সার্বিকভাবে পশ্চিম মেদিনীপুর জেলায় কেন পাশের হার কমল তা খতিয়ে রাখা হবে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মান্ডি। পাশের হার কমলেও পরিস্থিতি এখনও হাতের বাইরে বেরিয়ে যায়নি বলেই মনে করেন জেলা অধিকাংশ শিক্ষাবিদ। প্রয়োজনীয় পদক্ষেপ করে মানোন্নয়ন সম্ভব বলে মনে করছেন তারা।

WB Madhyamik Result 2023 : মাধ্যমিকে মেধাতালিকায় প্রথম দশে চার, সাফল্য ধরে রাখল হাওড়া
অন্যদিকে পাশের নিরিখে এবারও প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের এবার মাধ্যমিক পাশের হার ৯৬.৮৬ শতাংশ। গোটা রাজ্যে ১ থেকে ১০-এর মেধা তালিকাতে স্থান পেয়েছ ১১৮ জন। এই মেধাতালিকাতেও পূর্ব মেদিনীপুরের ১১ জন জায়গা করে নিয়েছে। তবে কলকাকার কোনও পরীক্ষার্থী মেধা তালিকায় স্থান পায়নি বলেই জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *