৮ নভেম্বর ২০১৬-কে মনে করাল ১৯ মে ২০২৩। শুক্রবারের সন্ধ্যাবেলায় আচমকা নির্দেশিকা জারি করে ২০০০ টাকাকে বাতিল ও প্রত্যাহারের কথা ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এই সিদ্ধান্ত সামনে আসার পরই ব্যাপক শোরগোল দেশ জুড়ে। সাত বছর আগেকার নোটবন্দির তিক্ত স্মৃতি এখনও জনমানসে টাটকা। তার মাঝেই ২০০০ টাকা বাতিলের ঘোষণায় ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক ময়দানেও। মোদী আমলে দ্বিতীয়বার নোট প্রত্যাহারের সিদ্ধান্তকে সমালোচনায় বিঁধতে সরব বিরোধীরা। টুইটে সোচ্চার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।2000 Notes Ban: ‘হঠাৎ চালু-হঠাৎ বাতিল! পাগলা দাশুর রাজত্বে এমনই হয়…’, ২০০০ টাকার নোট নিয়ে আক্রমণে সুজন-কুণাল
প্রসঙ্গত, সাত বছর আগের সন্ধেয় নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষিত হতেই সর্বপ্রথম বিরোধী শিবির থেকে ক্ষোভ প্রকাশ করে এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন তৃণমূল নেত্রী। এদিনও মিনি নোট বাতিলের সিদ্ধান্তে আরও একবার সোশাল মিডিয়ায় ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি এই সিদ্ধান্তের সমালোচনায় আবারও লেখেন, “তাহলে এটা ২০০০ টাকার ধমাকা ছিল না। এটা আসলে কোটি কোটি ভারতীয়কে কোটি কোটি টাকার ধোঁকা ছিল। এখনই সময়, সমস্ত ভাই বোনকে অনুরোধ করছি, আপনারা জেগে উঠুন। নোটবন্দি অর্থাৎ ডিমানিটাইজেশনের সময় আমরা যে অসুবিধার মুখোমুখি হয়েছিলাম তা ভোলার নয়। যারা এই পরিস্থিতির মধ্যে আমাদের ফেলেছিল, তাদের কখনও ক্ষমা করবেন না।”
আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…
Mamata Banerjee: এগরায় বিস্ফোরণ! ‘বাজি না বোমা’? এনআইএ-তে আপত্তি নেই মমতার