Marriage Certificate Online : করোনার সময় বিয়েতে বড়সড় গলদ, ডিভোর্স দিয়ে ফের গাঁটছড়া বাঁধলে তবেই বৈধতা? – kolkata news 15 couple who tie the knot during covid period face trouble as their marriage certificate information is not correct


ভাইরাস ভয়ে কাবু ছিল আট থেকে আশি। কিন্তু, করোনা কাঁটা পেরিয়ে পূর্ণতা পেয়েছিল ভালোবাসা। প্রেমের দিব্যি গেলে কাগজে-কলমে বিয়ে করেছিলেন একাধিক ‘লভ বার্ডস’। কিন্তু, ভালোবাসায় শনির দশা! বিয়ের রেজিস্ট্রির নথিপত্রে গরমিল! বেজায় ফাঁপরে ১৫ দম্পতি।

একটি বাংলা সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ১৫ যুগল যাঁদের করোনাকালে বিয়ে হয়েছিল তাঁদের ম্যারেজ সার্টিফিকেটে একাধিক তথ্যে গরমিল এসেছে। রেজিস্ট্রার জেনারেল ম্যারেজ অফিসে সেগুলি চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই। কিন্তু, উপায় কী? এই প্রশ্নের উত্তরে রীতিমতো হাত কামড়াচ্ছেন যুগলরা।

Calcutta High Court : ‘অবৈধ’ বিয়ে বাতিল কোর্টে, তবু ভাঙার পথে ‘বৈধ’ ঘর
সমস্যা কোথায়?
সূত্রের খবর, কোভিড কালে বিয়ে হওয়া ওই ১৫ যুগলের বিয়ের সার্টিফিকেটে তথ্যে ধরা পড়েছে বড় গরমিল। ফলে তা বৈধ হিসেবে মান্যতা দেওয়া সম্ভব নয়। এর দরুন এই ১৫ যুগলকে ভবিষ্যতে সম্পত্তির মালিকানা, কোনও একজনের মৃত্যুতে অপর জনের সঙ্গী হিসেবে টাকা পাওয়া, পিএফ-এর টাকা পাওয়া সহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে হবে।
West Bengal Trending News: অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়িতে গিয়ে বউ হারাল যুবক! স্ত্রীকে ফিরে পেতে ধরনায় ঘাটালের সৌরভ
স্বাভাবিকভাবে, এই পুরো তথ্য সামনে আসার পর ঢোঁক গিলছেন এই যুগলরা। অতকিম, উপায় কী? রেজিস্ট্রার বিভাগের তরফে সমস্যার সমাধানে যে উপায় বাতলানো হচ্ছে তাতে আরও বেশি করে ফাঁপরে পড়েছেন যুগলরা।

রেজিস্ট্রার বিভাগের এক কর্তা ‘বর্তমান’ সংবাদপত্র-কে জানিয়েছেন, আইন মোতাবেক নির্দিষ্ট সময় পর ম্যারেজ সার্টিফিকেট সংশোধন করা সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে উপায় হতে পারে আইনি বিচ্ছেদ করে পুনরায় যুগলকে বিয়ে করতে হবে। আর এতেই চিন্তার ভাঁজ যুগলদের কপালে।

Kolkata Municipal Corporation : বেআইনি নির্মাণে সাসপেন্ড হবেন পুরসভার ইঞ্জিনিয়ার
কিন্তু, কেন হঠাৎ এই ধরনের বিপত্তি?
জানা যাচ্ছে, একটি নির্দিষ্ট শ্রেণির ম্যারেজ অফিসারদেরই দুষছে রেজিস্ট্রার অফিস। যুগলদের ফাঁপরে ফেলার জন্য তাঁদের চিহ্নিত করার কাজও শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে, ২০২০ সাল থেকে ২০২২ সালের ১৫ মে-এই নির্দিষ্ট সময়ের মধ্যে ২১ হাজারের বেশি ম্যারেজ সার্টিফিকেটে সমস্যা পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।

Teacher Transfer : শিক্ষক, কর্মীদের বদলির নতুন নীতি স্থগিত কোর্টে
সাক্ষী এবং ছবি সংক্রান্ত সমস্যা পাওয়া গিয়েছে এই আবেদনগুলিতে। উল্লেখ্য, করোনা পরবর্তী সময়ে অনলাইনে আবেদন এবং সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়া অনেকটাই সরল করা হয়েছে। বর্তমানে যদি সামাজিক বিয়ের অনুষ্ঠানের দিন রেজিস্ট্রি হয়ে থাকে সেক্ষেত্রে সেই দিনেই শংসাপত্র পাওয়া যাবে। নতুন পদ্ধতি চালু করার জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মূলত যুগলদের যাতে সার্টিফিকেট সংক্রান্ত কোনও সমস্যায় পড়তে না হয় সেই জন্য এই পদক্ষেপ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *