Nadia News : এগরা বিস্ফোরণের জের, নদিয়ায় উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি – nadia district police seized huge quantity illegal firecrackers


West Bengal News : এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর নড়ে চড়ে বসল নদিয়া জেলার পুলিশ প্রশাসন। কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত নবদ্বীপ থানার IC-র নেতৃত্বে বিভিন্ন বেআইনি বাজির দোকানে হানা দিয়ে বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দ বাজি বাজেয়াপ্ত করল নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে নবদ্বীপ থানার IC-র নেতৃত্বে পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে অতর্কিতে অভিযান চালানো হয় নবদ্বীপের বেশ কয়েকটি বাজির দোকানে।

নবদ্বীপ বড় বাজার সংলগ্ন একটি বাজির দোকানে প্রথমে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় বেশ কয়েক কিলো নিষিদ্ধ শব্দবাজি। এরপর নবদ্বীপ রাধাবাজার সংলগ্ন এলাকায় আরও একটি বাজির দোকানে অভিযান চালানো হয়। বাজির দোকানের মালিকের কথা বার্তায় সন্দেহ হয় পুলিশের।

Egra Bomb Blast : বাজি মজুত কোথায়? জায়গায় জায়গায় তল্লাশিতে নামল পুলিশ
এরপরেই তল্লাশি চালানো হয় দোকানের গোডাউনে। এবং সেখান থেকেই উদ্ধার করা হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দ বাজি। এই ঘটনায় নিষিদ্ধ শব্দবাজি মজুদ রাখার অপরাধে দু’জন ব্যক্তিকে গ্রেফতার করেছে নবদ্বীপ থানার পুলিশ। আগামী দিনেও বেআইনি শব্দবাজি মজুদ রাখার অপরাধে এই অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।

Purba Medinipur News: হঠাৎ বিকট শব্দ, কেঁপে উঠল গোটা গ্রাম

এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, “আমাদের কাছে খবর এসেছিল এই এলাকায় কিছু দোকানে নিষিদ্ধ বাজি বিক্রি করা হচ্ছে। সেই সূত্রেই আমরা অভিযান চালাই। অভিযান চালিয়ে দেখি যা খবর পাওয়া গিয়েছিল, তার থেকে অনেক বেশি পরিমাণ বাজি এখানে মজুত আছে। মোটামুটি সবই বাজেয়াপ্ত করা হয়েছে। এই ধরনের অভিযান আরও চলবে।”

Egra Blast : এগরা বিস্ফোরণকাণ্ডে তোলপাড় রাজ্য, তার মাঝেই খোঁজ আরও এক অবৈধ বাজি কারখানার
শুধু নদিয়া জেলা নয়, এইধরনের অভিযানের খবর মিলছে অন্যান্য জেলা থেকেও। হুগলির চণ্ডীতলা থানা থেকে বাজেয়াপ্ত করা হয় ৫০০ কেজি নিষিদ্ধ বাজি। ৫ জন ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। চণ্ডীতলার বেগমপুরে হানা দিয়ে নিষিদ্ধ বাজির হদিশ মেলে। উদ্ধার হয়েছে বাজি তৈরির সরঞ্জামও।

বীরভূমের নলহাটিতেও বাজির দোকানে পুলিশ হানা দেয়। আজ সকালে অভিযান চালিয়ে বেশ কয়েকটি দোকান থেকে ৭২০ প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি ও বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। বেআইনিভাবে নিষিদ্ধ বাজি মজুত করায় নলহাটির এক ব্যবসায়ীকে আটক করা হয়।

North 24 Parganas News : এগরার ঘটনার পরেই তৎপরতা, বাজি কারখানা থেকে দোকানে আচমকা হানা পুলিশের
এগরার বিস্ফোরণের পর রাজ্যে বেআইনি বাজি তৈরীর কারখানা রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে নবান্ন। ভবিষ্যতে এই ধরনের অঘটন রুখতে ছ’দফা নির্দেশিকা জারি করেছে নবান্ন। ইতিমধ্যে সেই নির্দেশিকা গুলি রাজ্যের প্রতিটি জেলার পুলিশ সুপার এবং কমিশনারেট এলাকায় কমিশনারের দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *