Uttar 24 Pargana : জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩, বিক্ষোভ বসিরহাটে – three people lost life in baduria area due to electric shock


West Bengal News : বসিরহাটের বাদুরিয়ায় এক মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন ৩ জন। আশঙ্কজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১ জন। আর এই ঘটনাকে ঘিরে রাজ্য বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে এলাকায় ব্যাপক উত্তেজনা ও বিক্ষোভ দেখা দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাদুরিয়া থানার পুলিশ। এর ফলে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। রাজ্য বিদ্যুৎ দফতরের দোষী কর্মীদের শাস্তির দাবি ও রাজ্য সরকারের কাছে আর্থিক ক্ষতিপূরণের দাবি করেছে মৃতের পরিবার।

Jhargram Accident : পরীক্ষা দিতে বেরিয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে লাইন ঠিক করার চেষ্টা! মর্মান্তিক পরিণতি যুবকের
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের বামন হাট গ্রামে আজ শুক্রবার ভোর বেলায় বছর ৪৭ এর আনারুল জমাদার, বছর ২০ রহমান জমাদার নিজের জমিতে যান। এই দুজন সম্পর্কে বাবা ও ছেলে। সেখানে জমিতে চাষ করা পটল গাছের পরিচর্যা করছিলেন তাঁরা।

সেই সময় জমিতে গাছের আড়ালে ছিঁড়ে পরে থাকা হাইটেনশনের তারে বিদ্যুৎপৃষ্ট হন দুজন। কাকভোরে এই মর্মান্তিক ঘটনা দেখে আক্রান্তদের বাঁচাতে গেলে প্রতিবেশী আরও এক চাষি রফিকুল ফকির (৫২) তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনজনকে বসিরহাটের স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনজনেরই মৃত্যু হয়।

বাকি আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের পরিবারের এক সদস্য অভিযোগ করে বলেন, “বৃহস্পতিবার রাতে ব্যাপক ঝড়-বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে কৃষি জমির ফসলের উপরে। সকালে তা দেখতে পেয়ে এলাকার মানুষ বারবার বিদ্যুৎ দফতরকে খবর দেয় এবং বিপদের আশঙ্কা করে জরুরি মেরামতের আবেদন জানায়। কিন্তু গ্রামবাসীদের অনেক অনুরোধ আবেদন করা সত্বেও জমির ফসল উপর পরে থাকা ৪৪০ ভোল্টের বিদ্যুতের তার সরায়নি বিদ্যুৎ কর্মীরা। উলটে গ্রামবাসীদের হুমকি দিতে থাকে এবং ভয় দেখাতে থাকে অভিযুক্ত বিদ্যুৎ কর্মীরা।”

Hooghly News : বিদ্যুতের তারের মধ্যে ঝুলছে ব্যক্তির দেহ! দৃশ্য দেখেই শিউরে উঠলেন সবাই
দুর্ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। বাদুড়িয়ার কাটিয়াহাট রাজ্য বিদ্যুৎ দফতরের শাখা অফিসের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের পরিবার পরিজনেরা।

মৃতদের পরিবারের ওই সদস্য বলেন, “বিদ্যুৎ কর্মীদের গাফিলতির জন্যেই এই মর্মান্তিক ঘটনা। আমরা চাই এই দফতরের কর্মীরা যারা ওই সময়ে কর্মরত ছিল এবং গাফিলতির সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করে চরম শাস্তি দিতে হবে এবং বরখাস্ত করতে হবে। যাতে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা যাতে না ঘটে।”

Birbhum News: বীরভূমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ ভাইয়ের, মৃতদেহ উদ্ধারে গেলে পুলিশকে তাড়া গ্রামবাসীদের
পাশাপাশি গ্রামবাসীদের দাবি যে সকল পরিবারের লোকজন মারা গিয়েছেন তাদের আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। না হলে অসহায় পরিবার গুলি চরম দুর্ভোগের মধ্যে পড়বে। সেদিকে তাকিয়ে দ্রুত ক্ষতিপূরণের টাকা যাতে মৃতদের ও আহতদের পরিবারের লোকেরা পায় সেদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন গ্রামবাসীরা। এই মর্মান্তিক মৃত্যুতে গ্রামের শোকের ছায়া নেমে এসেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *