WBBSE Madhyamik Result 2023 : গতবারের তুলনায় বিস্তর ফারাক! মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে বীরভূমে মাত্র ২ – only 2 students are there in the top ten list of wbbse madhyamik result


WBBSE Madhyamik Result 2023 : গত বছরের তুলনায় এবার তালিকার কিছুটা পিছনে। ২০২২ সালে প্রথম দশের মধ্যে নয়জন পরীক্ষার্থী ছিল বীরভূম জেলা থেকে। এ বছর সংখ্যাটা কমে এসেছে দু’জনে। সপ্তম ও দশম স্থানে দু’জন পরীক্ষার্থী এবার বীরভূম জেলা থেকে প্রথম দশের তালিকায় স্থান করে নিয়েছে।

WBBSE Madhyamik Result 2023 : প্রথম দশে তিন! তাক লাগানো সাফল্য শ্রীরামপুর মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের
বীরভূম জেলার সিউড়ির সরোজিনী দেবী শিশু মন্দিরের পড়ুয়া সৌমি দে রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে। অন্যদিকে, বীরভূমের লাভপুরের লায়েকপাড়া গ্রামের বাসিন্দা ও ভালকুটি হাই স্কুলের ছাত্র দেবজিৎ মণ্ডল অধিকার করেছে দশম স্থান। সারাদিনে ঘণ্টা পাঁচেক পড়াশুনা করত দেবজিৎ। তবে ক্লাস নাইন পর্যন্ত গান ও অঙ্কনে তালিম নিলেও মাধ্যমিকের কথা মাথায় রেখে গত এক বছর ধরে সেই দুটি থেকে দূর হস্ত রয়েছে সে। বাবা সন্তোষ কুমার মণ্ডল ভালকুটি হাইস্কুলেরই পার্শ্ব শিক্ষক। তিনি নিজেই ছেলেকে পড়াতেন বিজ্ঞান বিভাগের সমস্ত বিষয়গুলি। এছাড়া গৃহশিক্ষক ছিলেন দুইজন।

WB Madhyamik Result 2023: মাধ্যমিকে জেলার জয়জয়কার, প্রথম দশের 118 জনের মেধাতালিকায় এবার কলকাতা শূন্য
গত বছর গোটা রাজ্যে ১১৪ জন প্রথম থেকে দশম স্থানের মধ্যে জায়গা করে নিয়েছিল। এই বিপুল সংখ্যক মেধা তালিকায় থাকা প্রথম দশে ছিল বীরভূমের নয় জন পড়ুয়া। এবারে সেই সংখ্যাটা দুইয়ে এসে থেমে যায়।

Mamata Banerjee : ‘সাফল্যের সঙ্গে পূর্ণ হোক আগামীর প্রত্যেকটি দিন’, মাধ্যমিক উত্তীর্ণদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর
২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশজনের তালিকায় ১১৮ জন পড়ুয়া জায়গা করে নিয়েছে। রাজ্যের মোট ১৬টি জেলা থেকে ১১৮ জন প্রথম দশে জায়গা করে নিয়েছে। এর মধ্যে সবথেকে বেশি রয়েছে পূর্ব বর্ধমান জেলা থেকে।

WB Madhyamik Result 2023 Live: প্রকাশিত মাধ্যমিকের রেজাল্ট, পাশের হার 86.16 শতাংশ
পূর্ব বর্ধমান জেলা থেকেই মোট থেকে ১৭ জন প্রথম দশে রয়েছে। এছাড়া মালদা জেলা থেকে ১১ জন, বাঁকুড়া জেলা থেকে ১৪ জন, পূর্ব মেদিনীপুর জেলা থেকে ১১ জন, দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৩ জন, উত্তর ২৪ পরগনা ৯ জন পরীক্ষার্থী প্রথম দশে রয়েছে।

WB Madhyamik Result Declared: প্রকাশিত মাধ্যমিকের রেজাল্ট, পাশের হার 86.15%, প্রথম স্থানে কাটোয়ার দেবদত্তা
মাধ্যমিক প্রথম স্থান ছিনিয়ে নিয়েছে পূর্ব বর্ধমান জেলা। প্রথম হয়েছে কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের ছাত্রী দেবদত্তা মাঝি। তার প্রাপ্ত নম্বর ৬৯৭। দ্বিতীয় স্থানে রয়েছে শুভম পাল ও রিফত হাসান সরকার। দু’জনের প্রাপ্ত নম্বর ৬৯১।

তৃতীয় স্থানে রয়েছে ৬ জন। চতুর্থ স্থানে রয়েছে চার জন। পূর্ব বর্ধমান থেকে ১৭, মালদা জেলা থেকে ১১ এবং বাঁকুড়া ১৪ জন এবার প্রথম দশে জায়গা করে নিয়েছে। সব মিলিয়ে এবারেও মাধ্যমিকে জেলার জয়জয়কার দেখা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *