Abhishek Banerjee : অভিষেকের নবজোয়ার শেষ হতেই গোষ্ঠীদ্বন্দ্ব জামুড়িয়ায়! ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ – as abhishek banerjee nabo joar campaign ends allegation of beating the block president in asansol


West Bengal News : ফের গোষ্ঠীদ্বন্দ্ব পশ্চিম বর্ধমান জেলায়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি জেলায় শেষ হতেই ছড়িয়ে পড়ল ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব। অভিষেকের সফর শেষ হতেই পার্টি অফিসে ঢুকে খোদ ব্লক সভাপতি তথা মেয়র পারিষদকেই মারধর করার অভিযোগ উঠল আসানসোলের কিছু তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের পরেই চরম অশান্তি দেখা দিল জামুড়িয়ায়। মঞ্চে থাকা মেয়র পারিষদকে ব্যাপক মারধর করার অভিযোগ খোদ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

Abhishek Banerjee : বাঁকুড়ার গেরুয়া গড়ে ফুটবে ঘাসফুল? নবজোয়ারে অভিষেকের বার্তার দিকে তাকিয়ে কর্মীরা
অভিষেকের সফরের একদিন পরেই তৃনমুল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ঢুকে আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ ও জামুরিয়া ব্লক সভাপতি সুব্রত অধিকারীকে মারধর করে কিছু তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা বলে অভিযোগ। এই বিষয়ে সুব্রত অধিকারী বলেন, “জামুরিয়ায় ব্লক দলীয় কার্যালয়ে যখন বসেছিলাম তখন আমাকে অফিসে ঢুকে মারধর করে কয়েকজন।

Trinamoole Nabo Jowar : অভিষেকের ‘ওষুধ’-এও সারল না রোগ! ফের বিতর্কে অনুব্রত ঘনিষ্ঠ কেরিম
মারধর করার সময় তারা বলে ব্লক কমিটিতে BJP-র ছেলেদের রাখা হয়েছে। তাদের কেন রাখা হয়নি ? এই সমস্ত কারণ দেখিয়ে আমাকে মারধর করা হয়”। খবর পেয়ে জামুড়িয়ার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের নেতা হরেরাম সিং পৌঁছে বলেন, “দলের ব্লক সভাপতিকে যেভাবে মারধর করা হয়েছে দল তা কোনও ভাবে বরদাস্ত করবে না।

Paschim Medinipur : বাদ পড়ল না মেদিনীপুরও! নব জোয়ার কর্মসূচির প্রস্তুতিকে কেন্দ্র করে উত্তেজনা চন্দ্রকোণায়
প্রশাসন উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেবে। দলও যথাযথ ব্যবস্থা নেবে। ব্লক কমিটিতে অন্য দলের লোক বা অন্য দল থেকে আসা লোকেদের স্থান দেওয়ার কোনও প্রশ্নই নেই। সবার সঙ্গে কথা বলে, সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়েছে। তাই কোনও ধরনের দলবিরোধী কাজ বরদাস্ত করা হবে না”।

Dakshin 24 Pargana : মাটির গাড়ি যাওয়াকে কেন্দ্র করে বচসা! চলল গুলি, তুমুল উত্তেজনা ফলতায়
এদিকে, ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই কারণে করা হয় পথ অবরোধও। সুব্রত অধিকারী জানান, “মূলত কমিটি নিয়েই ঝামেলার সূত্রপাত। আমি বলেছিলাম কেউ যদি কমিটি থেকে বাদ যায়, পরে তাঁদের কমিটিতে নেওয়া হবে। কিন্তু কেউ যদি তৃণমূল করেন আর মানুষ যদি তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ করেন, তাহলে তাঁদের কমিটিতে রাখা হবে না। সেই জন্যই আমাকে মারধর করা হয়েছে”।

Abhishek Banerjee : বুধে পর্যালোচনা বৈঠকে অভিষেক, জনসংযোগ যাত্রায় উঠে আসা অভিজ্ঞতা নিয়েও আলোচনা
উল্লেখ্য, পঞ্চায়েত ভোট আসন্ন। তার আগে বিভিন্ন জেলায় তৃণমূলের নতুন কমিটি তৈরি হচ্ছে। তার মধ্যেই এই ধরনের গোষ্ঠীকোন্দলের ছবি প্রকাশ্যে আসছে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রায় একাধিকবার বলেছেন, এবারের পঞ্চায়েত ভোটে তাঁদেরই প্রার্থীপদের জন্য টিকিট দেওয়া হবে, যাঁরা সাধারণ মানুষের দ্বারা মনোনীত হবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *