অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠিতে জানিয়েছেন, বিচারপতি অমৃতা সিনহার নির্দিশের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে SLP ফাইল করেছেন। উল্লেখ্য, তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষ দাবি করেছিলেন, তাঁর উপর দলীয় নেতাদের নাম বলার জন্য চাপ সৃষ্টি করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। শুধু তাই নয়, তিনি এই মর্মে জেল সুপার মারফত একটি চিঠি দিয়েছিলেন হেস্টিংস থানাতেও। ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, চিঠি সংক্রান্ত মামলায় প্রয়োজনে কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
এই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে ফেরত পাঠায় হাইকোর্টে এবং মামলাটি ওঠে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। কলকাতা হাইকোর্ট জানায়, মামলার প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে CBI।
শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় নোটিশ পাঠায় CBI। শনিবার বেলা ১১টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নিজাম প্যালেসে হাজিরার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় CBI নোটিশের জবাবে লেখেন, ১৯ তারিখ এই চিঠি পাঠিয়ে আমাকে ২০ তারিখ সকাল ১১টায় হাজিরা দিয়ে বলা হয়েছে। এক দিন সময়ও দেওয়া হয়নি। আপনারা জানতেন আমি ২ মাসের একটি জনসংযোগ কর্মসূচি নিয়ে বেরিয়েছি। এই নোটিশ পেয়ে আমি অবাক। তবে তদন্তে সমস্ত ধরনের সহযোগিতা করব।”