স্থানীয় সূত্রে খবর, জলপাইগুড়ির বামনডাঙা চা বাগানে এই ঘটনা ঘটেছে। নাগরাকাটার ব্লকের বামনডাঙা চা বাগানের ডুমুরঝোড়া সেকশনে এমন ঘটনাটি ঘটায় হতবাক চা শ্রমিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রমিকদের টিফিনের জন্য নিয়ে আসা ৮৪ জনের খাবার খেয়ে চলে গেল বুনো হাতি। জানা গিয়েছে, চা শ্রমিকদের জন্য আনা খাবার গুলি চা বাগানের শেড ট্রিতে ঝোলানো ছিল। তখন আচমকা হানা দিয়ে খাবার খেয়ে নেয় ওই বুনোহাতিটি।
চা শ্রমিকরা জানিয়েছেন, প্রত্যেকদিনের মতোই এদিন সকালে কাজে এসেছিলেন তাঁরা। বামনডাঙার ডায়না জঙ্গল থেকে চা বাগানে হানা দেয় হাতি। হাতির আক্রমণের ঘটনায় দীর্ঘক্ষণ বন্ধ ছিল চা বাগানের কাজ। পরে বন দফতরে খবর দেওয়া হলে বনকর্মীরা ঘটনাস্থলে এসে হাতিটিকে তাড়ানোর চেষ্টা করেন। হাতি তাড়ানোর পর দেখা যায় কর্মীদের জন্য আনা খাবারের খালি প্যাকেট ইতি-উতি পড়ে রয়েছে।
চা শ্রমিক কৈলাশ গোপ এই প্রসঙ্গে বলেন, ‘আমাদের এখানে হাতির হানা রোজকার ঘটনা। প্রায়দিনই বামনডাঙা চা বাগানে হাতির আক্রমণের ঘটনা ঘটছে। আজকের ঘটনাটি একদমই আলাদা। আমাদের রেখে দেওয়া টিফিন হাতি খেয়ে চলে যাওয়ায় আমরা সকলেই আশ্চর্য।’
বন দফতরের গরুমারা বন্যপ্রাণী বিভাগের খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল দে বলেন, ‘চা শ্রমিকদের থেকে খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে যায়। বেশ কিছুক্ষণের চেষ্টায় হাতিটিকে চা বাগান থেকে তাড়ানো সম্ভব হয়েছে। হাতিটি ফের জঙ্গলে ফিরে গিয়েছে।’
সম্প্রতি সুকনা জঙ্গল থেকে বেরিয়ে রাস্তা পার করছিল একটি হাতির দল। ৩০-৩৫টি হাতির দলকে রাস্তা পার হতে দেখে দু’দিকেই দাঁড়িয়ে পড়ে গাড়ি। তখন দুই অতি উৎসাহী ব্যক্তি বাইক নিয়ে হাতির দলটির সামনে চলে যান। সেই সময় কয়েকটি হাতি তাঁদের দিকে তেড়ে আসে। তখন কোনওক্রমে বাইক ফেলে পালিয়ে প্রাণে বাঁচেন ওই দুজন।