Madan Mitra SSKM Kolkata : ‘মদনের রোগী বলে বাড়তি সুবিধা নয়…’, SSKM-র বিরুদ্ধে ‘কালারফুল বয়’-র অভিযোগে পালটা চন্দ্রিমা – chandrima bhattacharya opens up exclusively on madan mitra allegation about sskm hospital kolkata facility


“SSKM হাসপাতালে দালাল চক্র চলছে”, এই অভিযোগের সুর শোনা গেল স্বয়ং মদন মিত্রের কণ্ঠে। শুক্রবার রাতে এক রোগীকে SSKM-এ ভর্তি করার চেষ্টা করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। কিন্তু, তা সম্ভব হয়নি। এরপরেই কার্যত ফুঁসে ওঠেন মদন।

তিনি রাতেই স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে ফোন করেন। কিন্তু, এরপরেও ওই রোগীকে ভর্তি করা যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন মদন। টাকা না দিলে SSKM-এ চিকিৎসা হয় না, এই মন্তব্যও করতে শোনা যায় তাঁকে। এবার এই মদন মিত্রের অভিযোগের প্রেক্ষিতে মুখ খুললেন চন্দ্রিমা ভট্টাচার্য।

Madan Mitra : ‘এই রনিতা-ববিতা-পলিতা পুরো ব্যাপারটাই খুব কনফিউসিং’, আদালতের রায়কে কটাক্ষ মদনের“মদন মিত্রের রোগী বলে কোনও বাড়তি সুবিধা নয়”
কামারহাটির বিধায়কের অভিযোগের প্রেক্ষিতে চন্দ্রিমা ভট্টাচার্যর সঙ্গে যোগাযোগ করে এই সময় ডিজিটাল।

তিনি বলেন, “ভেন্টিলেটরের রোগীর ক্ষেত্রে নাম ‘এনলিস্ট’ (লিখিয়ে রাখা) করতে হয়। এরপর তা খালি হলে সেখানে রোগী ভর্তি করা হয়। বিষয়টি মদন মিত্রকে বলাও হয়েছিল হাসপাতালের তরফে। মদন মিত্র আমাকে রাত ১২টা ১৫-য় ফোন করেছিলেন, তার আগে করেননি। আমি খবর নিয়ে পুরো বিষয়টি জানি হাসপাতাল কর্তৃপক্ষের থেকে। আগে থেকে না জানিয়ে যদি কোনও ভেন্টিলেশন রোগীকে নিয়ে আসা হয় সেক্ষেত্রে শুধুমাত্র মদন মিত্র এনেছেন বলে আলাদা করে কোনও সুবিধা তিনি পেতে পারেন না।”

Kalyan Banerjee Rajib Banerjee: ‘চাটার্ড ফ্লাইটে উড়ে পদ্মে যোগ!’ প্রসঙ্গ তুলে রাজীবকে কটাক্ষ কল্যাণের, নিশানায় মদনও
চন্দ্রিমা ভট্টাচার্য আরও বলেন, “সমস্ত রোগীর ক্ষেত্রে একই নিয়ম। মদন মিত্রের রোগী বলে অন্য কাউকে ভেন্টিলেশন থেকে নামিয়ে তাঁকে সেই জায়গায় দেওয়া সম্ভব নয়। যা করণীয় সবটা করা হয়েছে। কিন্তু, সাধারণ মানুষের উপর যে নির্দেশ লাগু হয় তা মদন মিত্রের রোগীর ক্ষেত্রেও এক। আগে থেকে এনলিস্ট না করে রোগীকে স্থানান্তরিত করা ঠিক হয়নি।”

Madan Mitra: ৩৬ হাজার! নাম না-করে বিচারপতিকে বিঁধলেন মদন!

মদন মিত্র SSKM-এ ‘দালাল চক্র’ চলার একটি অভিযোগ তুলেছেন। এর প্রেক্ষিতে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “এটা কেন বলছেন আমি জানি না। তবে আমরা রোগীর কোনও রাজনৈতিক রং দেখি না। রোগীদের মধ্যে বৈষম্য করতে আমাদের নেত্রী শেখাননি। আমার দলের কারও আনা রোগী বলে কেউ বাড়তি কোনও সুবিধা পাবে না। সকলের জন্য নিয়ম এক।”

Murshidabad News : ফের অ্যাম্বুল্যান্স চালকের দাদাগিরি, মুর্শিদাবাদে গাড়ির ভেতরেই প্রাণ গেল মহিলার
ঠিক অভিযোগ ছিল মদন মিত্রের?
মদন মিত্রের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, শুভদীপ পাল নামক এক দুর্ঘটনায় আহত যুবককে শুক্রবার রাতে SSKM হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যান মদন মিত্র। অভিযোগ, তাঁকে হাসপাতাল ভর্তি নিতে চাননি। রাতেই সংবাদ মাধ্যমে এই নিয়ে ক্ষোভ উগরে দেন মদন। তিনি দাবি করেন “SSKM হাসপাতালে দালাল রাজ চলছে। “



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *