Madhyamik Result : মাধ্যমিকের রেজাল্ট দেখাতে আসা ছাত্রীকে যৌন হেনস্থা! ধৃত শ্যামনগরের শিক্ষক – madhyamik student assaulted by school teacher inside home when she went their with marksheet


শুক্রবার মাধ্যমিকের ফলপ্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। ফল প্রকাশের পর অধিকাংশ সফল ছাত্রছাত্রীরা তাঁদের শিক্ষক-শিক্ষিকাকে ফলের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। এবার উত্তর ২৪ পরগনা জেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ফল প্রকাশের পর মাধ্যমিকের মার্কশিট দেখাতে গিয়ে শিক্ষকের যৌন হেনস্থার মুখে পড়তে হল এক ছাত্রীকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার শ্যামনগরে এই ঘটনা ঘটেছে। অভিযোগ পেয়ে অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। তাঁর নাম নারায়ণচন্দ্র মণ্ডল। তিনি শ্যামনগর কল্যানগড় স্কুলের শিক্ষক বলেই জানা গিয়েছে। ধৃত শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করে জগদ্দল থানার পুলিশ।

Uttar Pradesh School : কম্পিউটার শেখানোর নামে ১২ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ! কাঠগড়ায় উত্তরপ্রদেশের সরকারি স্কুল
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পর নিজের স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করেন ওই স্কুলছাত্রী। এরপরই ‘স্যর’-কে মার্কশিট দেখাতে যায় সে। তখনই তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। কোনওক্রমে সেখান থেকে বেড়িয়ে বাড়ি চলে আসে ওই ছাত্রী। পরিবারকে গোটা ঘটনার কথা জানায় সে। পরে পরিবারের তরফে জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ধৃত স্কুল শিক্ষক বলেন, ‘কেন আমাকে গ্রেফতার করা হল জানি না। তবে এটুকু বলছি আমি কিছুই করিনি।’

WB Madhyamik Result 2023 : বোনকে নিয়ে পালিয়ে মুক্তিপণ চেয়ে মেসেজ, ফেলের ভয়ে অপহরণের গল্প মাধ্যমিক পরীক্ষার্থীর
এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক জগদ্দল থানার এক পুলিশ আধিকারিক এই সময় ডিজিটালকে বলেন, ‘শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছিল। তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃত শিক্ষকরের নাম নারায়ণচন্দ্র মণ্ডল। শিক্ষকের শ্যামনগরের বাড়িতে এই ঘটনা ঘটেছে। আমরা আদালতে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন করব। তাঁকে জেরা করা হবে।’

যে শিক্ষক মানুষ তৈরির কারগির, যাঁর কাছ থেকে ভালো-মন্দে পাঠ পায় পড়ুয়ারা, তাঁর এমন আচরণে রীতিমতো হতভম্ব শিক্ষামহল। এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক শ্যামনগর কল্যানগড় স্কুলের আরেক শিক্ষক বলেন, ‘ঘটনাটা সকালে কানে এসেছে। শুনে আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি। আমি জানি না, এই অভিযোগ কতটা সত্য। এই অভিযোগ যদি সত্যি হয়, তবে তা ভয়ংকর। পড়ুয়ারা আমাকের কাছে সন্তানতুল্য। তাঁর সঙ্গে যদি কোনও শিক্ষক এই আচরণ করে তবে তা লজ্জার।’

Nadia School Teacher : মমতার অনুপ্রেরণায় নাম বদলালেন প্রধান শিক্ষক! তুঙ্গে চর্চা
শ্যামনগরের বাসিন্দা তন্ময় পাল এই নিয়ে বলেন, ‘সামাজিক অবক্ষয় চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা যখন পড়াশোনা করতাম, শিক্ষককে ভগবানের মতো দেখতাম। সেখানে ছাত্রীর প্রতি যদি শিক্ষকের এই আচরণ হয়, তবে নিঃসন্দেহে লজ্জার।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *