সিবিআই তাঁকে তলব করে কোনও সময় দেয়নি, তাসত্ত্বে তিনি হাজিরা দিতে পিছপা হবেন না বলে বারবার জানিয়েছেন অভিষেক। সেই নিয়ে প্রশ্ন করা হলে বাম নেত্রী বলেন, ‘ডাকলে উনি যেতে বাধ্য। আমরা ভারতের আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখি। যাঁরা আমাদের ভবিষ্যৎ ও বর্তমান প্রজন্মকে নষ্ট করেছে, তাঁদের অবশ্যই প্রশ্নের উত্তর দিতে হবে। অবশ্যই দিতে হবে।’
রায় পক্ষে না যাওয়ার তৃণমূল নেতাদের একাংশের মধ্যে বিচারব্যবস্থাকে আক্রমণের প্রবণতা দেখা গিয়েছে। সেই নিয়ে মীনাক্ষীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কেন বিচারব্যবস্থাকে আক্রমণ করা হচ্ছে জানি না। আপনি দুর্নীতি, চুরিতে যুক্ত। অপরাধের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে আপনার। আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করলেই আপনি আক্রমণ করছেন!’
শুক্রবার রাতে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর থেকে ২ হাজার টাকার নোট আর চলবে না। সেই নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মীনাক্ষী। তিনি বলেন, ‘২০০০ টাকার নোট বাতিল করে ভানুমতির খেল দেখাচ্ছে কেন্দ্র সরকার। রাজ্যই হোক কেন্দ্রই হোক দুজনেই তাই করছে। মানুষের কাজ দিতে যখন পারে না, তখন দুই সরকারই এই কাজ করে। গরিব মানুষের পকেটে দু’টাকা আছে কিনা, তা খুঁজে দেখার দায়িত্ব কার!’
এগরার খাদিকুলে বেআইনি বোমা কারখানায় বিস্ফোরণ ঘিরে উত্তাল রাজ্য। কারখানার মালিক কৃষ্ণপদ ওরফে ভানু বাগের মৃত্যু নিয়েও মুখ খোলেন বাম যুব নেত্রী। তিনি বলেন, ‘ভানু বাগের মৃত্যু কোনও বিরাট এজেন্ডা বা ইস্যু নয়। রাজ্যে এত বোমা তৈরির কারখানা প্রশাসন থাকতে চলছে কী করে চলছে! সরকারের হাত মাথায় রয়েছে জেনেই অনেক প্রভাবশালী এই কাজ করছে।’