Siliguri Municipal Corporation : জনসংযোগ বাড়ানোই লক্ষ্য, পঞ্চম মাসে শিলিগুড়ি পুরসভার ‘মানুষের কাছে চলো’ কর্মসূচি – manusher kachhe cholo program which entered its fifth month was launched courtesy of siliguri municipal mayor gautam deb


West Bengal News : দেখতে দেখতে পাঁচ মাসে পা দিল শিলিগুড়ি পুরসভার ‘মানুষের কাছে চলো’ কর্মসূচি। শহরবাসীর মুখে তাঁদের সমস্যার কথা শুনতে ২০২৩ সালের শুরুতেই ‘মানুষের কাছে চলো’ কর্মসূচি শুরু করেছিলেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। টক টু মেয়র, রাইট টু মেয়রের পর এবার সরাসরি মানুষের কাছে যেতে এটাই ছিল তাঁর নয়া কর্মসূচি। লক্ষ্য ছিল, বিভিন্ন এলাকায় পদযাত্রা করে জনসংযোগ বাড়ানো। আর এটা নিয়ে তিনি দেরি করতেও রাজি ছিলেন না। ২০২৩ সালের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই কর্মসূচি শুরু করে দেন মেয়র।

Siliguri News : শিলিগুড়িতে এবার ‘মানুষের কাছে চলো’ কর্মসূচি, সকলের দুয়ারে যাচ্ছেন মেয়র
সেই সময় এই কর্মসূচির কথা নিজ মুখেই ঘোষণা করেন গৌতম দেব। বলেছিলেন, “মানুষের কাছে পৌঁছাতে চাই। মানুষের কাছে গিয়ে তাঁদের সমস্যার কথা শুনব। তাই মানুষের কাছে চলো কর্মসূচি হবে”। সেই মতই প্রতি শনি ও রবিবার ধরে এই কর্মসূচি চলতে থাকে শিলিগুড়ি পুরসভার ওয়ার্ডে ওয়ার্ডে।

আজ শনিবার এই কর্মসূচি শুরু হল শহরের ২১ নম্বর ওয়ার্ডে। আজ বিকেল ৪টের সময় ওয়ার্ড কাউন্সিলরের অফিস থেকে এই কর্মসূচির শুরু হয়। সেখানে অনুষ্ঠিত হয় একটি সংবর্ধনা সভা। এরপর বিভিন্ন অনুষ্ঠানের পরে আজ রাত ১০টায় আজকের অনুষ্ঠানের শেষ হবে। সেই সময় শ্রী মানিক দত্তের বাড়িতে নৈশভোজন ও রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়েছে।

CPIM : শিলিগুড়িতে তৃণমূল বোর্ডের বিরুদ্ধে ফের আন্দোলনে বামেরা, শুরু গণস্বাক্ষর সংগ্রহ
আগামীকাল রবিবার আবার সকাল ৮ টা থেকে এই কর্মসূচির শুরু হবে শিবমোর শিব মন্দিরে পুজো দিয়ে। আর কর্মসূচির শেষ হবে সকাল ১১ টা ৩০ মিনিটে সুভাষপল্লী রবীন্দ্রনগর বাজার সাক্ষাৎয়ের মধ্য দিয়ে। প্রসঙ্গত উল্লেখ্য, পুরসভা তৃণমূলের প্রশাসক বোর্ডের সময় থেকেই টক টু চেয়ারম্যান অনুষ্ঠান চালু করেছিলেন গৌতম দেব

Goutam Deb : ‘রেলের জায়গায় কাজ করতে গেলে RPF বন্দুক নিয়ে তাড়া করছে’, বিস্ফোরক গৌতম দেব
এরপর তৃণমূলের বোর্ড ক্ষমতায় আসার পর টক টু মেয়র অনুষ্ঠান শুরু হয়। প্রতি শনিবার পুরসভা এক ঘণ্টা লাইভ ইন ফোন ইন অনুষ্ঠান করে শহরবাসীর অভিযোগ শোনেন। পাশাপাশি রাইট টু মেয়ারও চালু করেন। টক টু মি’র কর্মসূচিতে প্রচুর অভিযোগ সমস্যার কথা শুনে চটজলদি সেসব সমাধানও করেছেন তিনি কিন্তু মানুষ যাতে মেয়রকে আরো কাছে পান তার জন্য পাড়ায় পাড়ায় যেতে চাইছিলেন তিনি।

আপাতত প্রতি শনিবার এবং রবিবার বিভিন্ন পাড়ায় গিয়ে পদযাত্রা করছেন এবং মানুষের সঙ্গে কথা বলছেন। তাঁর সঙ্গে থাকছেন আরও আধিকারিকেরা। তাঁরা সঙ্গে সঙ্গে পাড়ার মানুষের কাছে শোনা অভাব অভিযোগ লিপিবদ্ধ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *