Subhas Sarkar : ‘বাঁকুড়াকে পাপি বলার ফল পেতে হল…’, অভিষেককে CBI তলব প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী – central minister subhas sarkar attacks abhishek banerjee


Abhishek Banerjee : তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজাম প্যালেসে CBI তলব প্রসঙ্গে এবার মুখ খুললেন বাঁকুড়ার BJP সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। তিনি বলেন, “বাঁকুড়াকে পাপি বলার জন্য ঈশ্বর শাস্তি দিলেন। নির্দিষ্ট ফল তাঁকে বাঁকুড়া থেকেই পেতে হল”। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে CBI-এর নিজাম প্যালেসে তলব ও ‘নবজোয়ার’ কর্মসূচি স্থগিত রেখেই কলকাতার উদ্দেশ্যে তাঁর রওনা হওয়া প্রসঙ্গে এই মন্তব্য করলেন ডাঃ সুভাষ সরকার।

Recruitment Scam : CBI রাডারে মধ্যশিক্ষা পর্ষদকর্তা! নিয়োগ দুর্নীতি মামলায় নিজামে জিজ্ঞাসাবাদ
শনিবার সকালে বাঁকুড়া শহরে নিজের বাড়িতে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন। ডাঃ সুভাষ সরকার এদিন আরও বলেন, “বারবার চেষ্টা করেও রেহাই পাওয়া গেল না। আইন আইনের পথেই চলে। অন্যায় যে করে সে শাস্তি পায়”। “এখন উনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) গিয়ে দেখা করুন, দেখা যাক কি হয়” বলেও তিনি মন্তব্য করেন।

Locket Chatterjee : ‘বাঁকুড়া বিষ্ণুপুর যুবরাজের জন্য অপয়া’, জেলায় দাঁড়িয়ে অভিষেককে তোপ লকেটের
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “তৃণমূল দলটা যেভাবে আপাদমস্তক দুর্নীতিতে ডুবে গিয়েছে, তাতে যে এই দলের সবার একে একে ডাক পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। এতদিন অনেক ছোট বড় নেতা ডাক পাচ্ছিলেন, বেশ কয়েকজন ধরাও পড়েছেন। এবার একেবারে ওপর মহলে ডাক পড়ে গিয়েছে।

Abhishek Banerjee News : হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক, চিঠি দিয়ে CBI-কে জানালেন সাংসদ
এবার ওদের অন্তত বোঝা উচিৎ দুর্নীতি করলে ভবিষ্যতে কি ফল হতে পারে। এর থেকে ওই দলের সবার শিক্ষা নেওয়া উচিৎ”। এদিন ‘জাতীয় শিক্ষা নীতি’ নিয়েও সাংবাদিকদের প্রশ্নের খোলামেলা উত্তর দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। এই বিষয়ে তিনি দাবি করে বলেন, “জাতীয় শিক্ষা নীতি দেশের ছাত্র ও শিক্ষা ব্যবস্থার পক্ষে এক অতুলনীয় সম্ভার।

Minakshi Mukherjee CPIM : ‘…ওঁর নাম পাওয়া গিয়েছে’, অভিষেককে CBI তলব নিয়ে বিস্ফোরক মীনাক্ষী
এই রাজ্যের সরকার মুখে বলছে জাতীয় শিক্ষা নীতি চালু করব না, কিন্তু তারা কি ‘দুই আর দুইয়ে পাঁচ’ বলতে পারবে? চারই হবে”। এই অবস্থায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সঙ্গে রাজ্য সরকারের আধিকারিকরা আলোচনায় বসছেন এই দাবি করে মন্ত্রী আরও বলেন, “আগামী দিনে ছাত্র ও অভিভাবকদের চাপে কেন্দ্রীয় শিক্ষা নীতি এই রাজ্যের সরকারও লাগু করতে বাধ্য হবে”।

Mamata Banerjee at Nobojowar: CBI-র নোটিশ পেয়ে কলকাতায় ফিরছেন অভিষেক, নবজোয়ার যাত্রায় যোগ এবার মমতার!
কেন্দ্রীয় শিক্ষা নীতি নিয়ে যে সব রাজনৈতিক নেতারা মন্তব্য করছেন তাঁরা কেউই কেন্দ্রীয় শিক্ষা নীতি ২০২০ পড়েননি বলেও তিনি দাবি করেন। এই শিক্ষা নীতিকে মোদী সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ বলে দাবি করেন সুভাষ বাবু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *