লুঙ্গি পরে কান চলচ্চিত্র উৎসবে বাঙালি পরিচালক…| Bangladeshi Director Aranya Anwar is at Cannes Film Festival 2023 in a lungi during premiere of his movie Pori Moni starrer Maa


Pori Moni, Cannes 2023, Maa, Aranya Anwar, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৬ মে থেকে শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব। সারা বিশ্বের সিনেপ্রেমীরা জড়ো হয়েছে সেই ফিল্ম ফেস্টিভ্যালে। উৎসবের মার্শে দ্যু ফিল্ম বিভাগে শনিবার ফ্রান্সের স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যায় প্রিমিয়ার হয়েছে অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ ছবির। বিশ্বের দর্শকের কাছে নিজেদের ছবিকে তুলে ধরতে কানে পৌঁছে গিয়েছেন ছবির পরিচালক অরণ্য আনোয়ার ও প্রযোজক পুলক কান্তি। তবে যে কারণে সকলের নজরে এসেছেন এই পরিচালক ও প্রযোজক জুটি, তা হল তাঁদের পোশাক। তাঁদের ছবির প্রিমিয়ারে তাঁরা হাজির পাঞ্জাবী ও লুঙ্গি পরে। সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- Tv Actress Death: শেষবার ফোনে কী কথা হয়েছিল? নীরবতা ভাঙলেন দুর্ঘটনায় মৃত অভিনেত্রী সুচন্দ্রার স্বামী…

অরণ্য আনোয়ার বাংলাদেশের সংবাদমাধ্যমে বলেন, ‘লুঙ্গি আর পাঞ্জাবি পরার কারণ হচ্ছে, আমাদের পূর্বপুরুষের পোশাক ধুতি, লুঙ্গি ও পাঞ্জাবি। আমার ভাবনা ছিল, পৃথিবীর সবচেয়ে বড় ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি, ফিল্মের বাজারে যাচ্ছি। এখানে আমি আমার ঐতিহ্যকে, উৎসকে তুলে ধরতে পারি। এই অসাধারণ একটি সুযোগ আছে আমার। সেই সুযোগের সদ্ব্যবহার করার জন্য আমি লুঙ্গি এবং আমার সিনেমার লোগো খচিত পাঞ্জাবি পরেছি। আর আমার ছবির পার্টনার পুলক কান্তি টি–শার্ট আর মাথায় জাতীয় পতাকা বেঁধেছেন।’

আরও পড়ুন- Sushmita Sen: ২৯ বছর আগের সেই রাত! চোখে জল সুস্মিতার…

অরণ্য আনোয়ার আরও বলেন, ‘আমার পরনের পোশাক দেখে কিন্তু কেউ কিছু বলেনি, তাকায়ওনি। এখানে কেউ কারও দিকে তাকায় না। অনেকে অনেক রকম পোশাক পরে এসেছে। যদিও উৎসবের একটা ড্রেসকোড আছে, তবে সেটা মোটেও বাধ্যতামূলক নয়, যে কেউ যেকোনো ধরনের পোশাক পরতেই পারেন। দূর থেকে কেউ আমার দিকে তাকিয়েছেন কি না, জানি না; তবে জ্ঞাতসারে কেউ আমার পোশাক নিয়ে কোনো প্রশ্ন করেননি।’

আরও পড়ুন- Koushani Mukherjee: ‘ওকে কেউ আটকাও!’, মঞ্চে ‘বেসুরো গান’, নেটপাড়ায় তুমুলু ট্রোলড কৌশানী…

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা ‘মা’ ছবির চিত্রনাট্য। প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। এখনও বাংলাদেশে মুক্তি পায়নি ছবিটি। আগামী ২৬ মে বাংলাদেশে ছবিটি মুক্তি পাবে। কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখায় সারা বিশ্ব থেকে অনেক সিনেমার পাশাপাশি প্রযোজক ও পরিবেশকেরাও অংশ নেন। আন্তর্জাতিক বাজারে সিনেমাকে আগ্রহী করে তোলার গুরুত্বপূর্ণ মাধ্যম এই বাণিজ্যিক শাখা।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *