Howrah-Puri Train Accident: হাওড়া পুরী এক্সপ্রেসে দুর্ঘটনা! কাপলিং খুলে বিচ্ছিন্ন বগি ও ইঞ্জিন – howrah puri express train accident due to faulty couplings near kharagpur station


দুর্ঘটনার মুখে পুরীগামী হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন যাত্রীরা। হাওড়া ছেড়ে পুরী রওনা হওয়ার পরই মেদিনীপুরের কাছে বিপত্তি। এদিন সকালে ওই একই রাস্তা দিয়ে রওনা হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস।

অল্পের জন্য বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। জানা গিয়েছে, চলন্ত ট্রেন থেকে কাপলিং খুলে আলাদা হয়ে যায় ইঞ্জিন ও দুটো বগি। বেশ কিছুদূর এগিয়ে যায় ইঞ্জিন সহ বগি দুটি। পিছনে পড়েছিল বাকি ট্রেন। সেই সময় ট্রেনের ভেতরে ঘুমিয়ে ছিলেন যাত্রীরা। ঝাঁকুনি দিয়ে থেমে যাওয়া ছাড়া তারা কিছুই টের পাননি।

Howrah Puri Vande Bharat : হাওড়া-পুরী বন্দে ভারত প্রথম দু’দিনই ‘হাউসফুল’

ইঞ্জিন থেকে আলাদা হয়ে লাইনে পড়ে থাকা বাকি ট্রেনটি কিছুক্ষণ পর নজরে আসে ট্রেনের গার্ডের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের আধিকারিকদের। শনিবার রাত ১.০৫ নাগাদ ঘটনাটি ঘটে নেকুরসেনি স্টেশনের কাছে। তবে ঘটনায় হতাহতের কোন খবর নেই।

Thunderstorm Update: ‘চোখের সামনে আগুন ধরে গেল! মনে হচ্ছিল আজই জীবনের শেষ দিন’, ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ট্রেন যাত্রী
রেল সূত্রে খবর, বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় রেল আধিকারিররা। তবে কাপলিং খুলে যাওয়া ওই দুটি বগিকে মেরামত করা সম্ভবপর না হওয়ায় নতুন করে দুটি বগি নিয়ে এসে লাগানো হয় ট্রেনের সঙ্গে। পুরনো কম্পার্টমেন্ট থেকে যাত্রীদের নামিয়ে নতুন বগিতে তুলে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর নেকুরসেনি থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। যদিও যাত্রীদের একাংশের দাবি প্রায় ঘণ্টা পাঁচেকের বেশি সময় তাঁরা আটকে ছিলেন। এর জেরে ব্যাপক ভোগান্তির মুখে যাত্রীরা। দীর্ঘ সময় মাঝ রাস্তায় এভাবে আটকে পড়ায় জল ও খাবার সরবরাহ নিয়ে অনেকেই অভিযোগ করেন।

Train Accident : দুই লাইনের মাঝে ছটফট করা বধূকে রেখে ছুটল ট্রেন, রেলের ভূমিকায় বিস্ময়
কীভাবে ঘটল এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে রেলের তরফে। জানা গিয়েছে, নির্ধারিত সময়ে হাওড়া ছেড়ে বেরনোর পর রাত ১টা ৫ মিনিট নাগাদ পশ্চিম মেদিনীপুরের নেকুড়সেনি স্টেশনে পৌঁছায় ট্রেনটি। স্টেশন ছেড়ে যাওয়ার সময় চলন্ত ট্রেনের কাপলিং খুলে যায়। ইঞ্জিন সহ দুটি বগি বাকি ট্রেনকে ফেলে রেখে এগিয়ে যায়। মাঝরাত হওয়ায় অধিকাংশ যাত্রীই ঘুমে আচ্ছন্ন ছিলেন। তাই তাঁরা প্রথমে কিছু ঠাওর করতে পারেনি। প্রবল ঝাঁকুনির কারণে কিছু যাত্রী বাইরে উঁকি মারতে বিষয়টি বুঝতে পারেন। রেলের তরফেও তাদের বিষয়টি জানানো হয়।

Vande Bharat Express: হাওড়া-এনজেপি বন্দে ভারত থেকে রেলের আয় 25 কোটি! চাহিদা 110 শতাংশ

Howrah Bardhaman Line: হাওড়া-বর্ধমান শাখা বন্ধ ট্রেন চলাচল, দুর্ভোগ নিত্যযাত্রীদের

মাঝরাতে এভাবে আটকে পড়ায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। একইসঙ্গে একাংশ এই ভেবেই শঙ্কিত হন, ওভাবে ইঞ্জিন ছাড়া বগিগুলি গার্ডের নজরে না পড়লে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। যদিও দুর্ঘটনার ফলে কোনও যাত্রীই আহত হননি। সবাই সুরক্ষিত ছিলেন। সকাল সোওয়া ছটা নাগাদ পুরীর উদ্দেশে রওনা হয় ট্রেনটি। তবে এই দীর্ঘ সময় ট্রেনটি আটকে থাকায় রাতে ওই রুটে চলা মালগা়ড়িগুলির যাতায়াতে প্রভাব পড়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *