Howrah Puri Vande Bharat : ওডিশায় দুর্ঘটনার কবলে হাওড়া-পুরী বন্দে ভারত, সোমবার ট্রেন বাতিলের ঘোষণা – howrah puri vande bharat express will be cancelled on monday


বাতিল করা হল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। সোমবার হাওড়া-পুরী শাখায় এই ট্রেন চালানো হবে না। রবিবার সন্ধ্যায় ওডিশার জজপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়ামুখী বন্দে ভারতের সঙ্গে গাছের ডালের ধাক্কায় পাইলট কেবিনের কাচ ভেঙে যায়। দীর্ঘক্ষণ বৈতরণী নদীর উপর রেল ব্রিজে আটকে পড়ে ট্রেন। দুর্ভোগের শিকার হন যাত্রীরা। সে কারণেই রাতারাতি এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Puri Howrah Vande Bharat : ‘হঠাৎ বিকট একটা আওয়াজ তারপর…’, হাওড়া-পুরী বন্দে ভারতের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন সৈকত
শনিবারই যাত্রা শুরু হয় হাওড়া-পুরী বন্দে ভারতের। রবিবার হাওড়াগামী সেই ট্রেন দুর্ঘটনাগ্রস্ত হয়। তিন ঘণ্টারও বেশি সময় ধরে যাত্রীরা আটকে পড়েন। প্রবল ঝড়ের দাপটে গাছের সঙ্গে ধাক্কা লাগে বন্দে ভারতের। ভেঙে যায় প্যান্টোগ্রাফ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় ট্রেনটিতে। ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে যায় বন্দে ভারত।

Howrah Puri Vande Bharat: যাত্রার দ্বিতীয় দিনেই হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে বিপত্তি!
দীর্ঘ কয়েকঘণ্টা পর ডিজেল চালিত একটি ইঞ্জিন এনে ওই বন্দে ভারত এক্সপ্রেস পুনরায় চালু করার ব্যবস্থা করা হয়। ঝড়ে বন্দে ভারতের ক্ষতির কারণেই সোমবার ট্রেনটির যাত্রা বাতিল করা হল বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। রেলের তরফে জানানো হয়েছে, রবিবার ঝড়-বৃষ্টিতে ট্রেনের যা ক্ষতি হয়েছে, তা সারাতেই সোমবার বন্দে ভারত বাতিল থাকবে।

Howrah Puri Vande Bharat: হাওড়া-পুরী বন্দে ভারতের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী, জানুন ট্রেনের টাইম টেবিল
রবিবার সন্ধ্যার এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বন্দে ভারতের যাত্রীরা। পুরী থেকে হাওড়া ফেরার পথে প্রায় তিন ঘণ্টার বেশি সময় তাঁদের আটকে থাকতে হয় ট্রেনের ভিতরে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়ওয়া সমস্ত এসি বিকল হয়ে যায়, আলো নিভে যায়। ঘুটঘুটে অন্ধকারে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ট্রেনের যাত্রী ব্লগার সৈকত বন্দ্যোপাধ্যায় এই ভয়াবহ অভিজ্ঞতা এই সময় ডিজিটালের সঙ্গে শেয়ার করেন।

Vande Bharat Express: হাওড়া-এনজেপি বন্দে ভারত থেকে রেলের আয় 25 কোটি! চাহিদা 110 শতাংশ
তিনি বলেন, “২৪২০ টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। সেই তুলনায় খাবারের মান ততটা উন্নত নয়। যাওয়ার সময় দুর্দান্ত অভিজ্ঞতা হলেও এই বিষয়টি নিয়ে খুঁতখুঁতানি রয়ে গিয়েছিল। এদিকে, ফিরতি পথে তো আরও এক বিপদ। যদিও প্রাকৃতিক দুর্যোগের সামনে তো কারও কিছু করার নেই। এসি বন্ধ হয়ে টপ টপ করে জল পড়ে ট্রেনের মেঝে ভেসে গিয়েছিল। সমস্ত জানলা বন্ধ। আলো নিভে গিয়েছিল। নেহাৎ দরজাগুলো খুলে দেওয়ায় দম নেওয়া যাচ্ছিল। যদিও বন্দে ভারতের কর্মীরা পরিষেবা দেওয়ার জন্য তৎপর ছিলেন। দুর্ঘটনার কবলে পড়লেও ট্রেনে নির্ধারিত সময়ই খাবার পেয়েছি আমরা। “



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *