North 24 Parganas CPIM News : ১২ বছর পর চালু হওয়া বাম কার্যালয়ে ভাঙচুর, উত্তেজনা শাসনে – cpim agitation for vandalism in their party in shasan allegedly by tmc


শাসনে লাল ঝান্ডা উড়েছিল দীর্ঘ বারো বছর পর। খুলেছিল বন্ধ পার্টি অফিস। সেই দলীয় কার্যালয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ তুলল বাম নেতা-কর্মীরা। অভিযোগ, ভাঙচুর করা হয় পার্টি অফিসের দরজা, চেয়ার-টেবিল। ফেলে দেওয়া হয় লাল ঝান্ডা। অশান্তির ঘটনায় ঘটনাস্থলে যায় পুলিশ।

24 Parganas South : রুটি করতে দেরি হওয়ায় মাকে ধারাল অস্ত্র দিয়ে হত্যা, হাড়হিম করা ঘটনা মথুরাপুরে
স্থানীয় দীর্ঘ বারো বছর পর শাসনের মাটিতে লাল ঝান্ডা উড়েছিল গত ২৮ শে এপ্রিল। পুরনো পার্টি অফিস আবার রংচং করে পাটিকর্মীরা বসতে শুরু করেছিল পার্টি অফিসে। দুবার তৃণমূল থেকে সিপিএমে যোগদানও কর্মসূচিও অনুষ্ঠিত হয়। গত শুক্রবার তৃণমূলের দু’জন বুথ সভাপতি সহ ২০০ তৃণমূল কর্মী যোগদান করেছিল সিপিএমে।

North 24 Parganas News : বাইকের সঙ্গে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু ৩ বাইক আরোহীর, উত্তেজনা আগরপাড়ায়
তারপরেই রাতে শাসন তথা বারাসত ২ নম্বর ব্লকের একমাত্র সিপিএমের পার্টি অফিসে হামলা করে তৃণমূল দুষ্কৃতীরা বলে অভিযোগ করে সিপিআইএম। ভাঙা হয় দরজা-জানালা, চেয়ার। ফেলে দেওয়া হয় লাল ঝান্ডা। সিপিএম নেতৃত্বে দাবি, তৃণমূল দুষ্কৃতীদের ধরতে না পারলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে।
শাসনের সিপিএম পার্টি অফিসে তৃণমূল দুষ্কৃতীদের ভাঙচুরের প্রতিবাদে রবিবার খড়িবাড়ি মধ্যমগ্রাম রোড টায়ার জ্বালিয়ে ও বাঁশের ব্যারিকেড করে রাস্তা অবরোধ সিপিএম কর্মী সমর্থকরা। তাঁদের দাবি, অবিলম্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার না করলে আন্দোলন চলবে ।

Nawsad Siddique : ‘CBI-কে ভয় পাচ্ছেন ’, অভিষেককে নিজাম প্যালেসে তলব নিয়ে নওশাদ
অন্যদিকে, শাসক দলের দাবি নিজেরাই ভাঙচুর করে শাসকদলের কালিমা লিপ্ত করার চেষ্টা করছে সিপিএম। প্রায় ৪০ মিনিট অবরোধ চলে। অবরোধ চলাকালীন মধ্যমগ্রাম থানার পুলিশ দুষ্কৃতীদেরকে গ্রেফতার করা হবে এই আশ্বাস দেয়। এর পরেই সিপিএম নেতৃত্ব অবরোধ তুলে নেন।
বাম জমানায় সিপিএমের শক্ত ঘাঁটি ছিল শাসন। শাসনের বাম নেতা মজিদ মাস্টারের কথায় বাঘে গরুতে একঘাটে জল খেত বলে মন্তব্য করতে অনেকেই। সেই জমান আর নেই। ২০১১ সালের পর থেকেই বামদের প্রভাব কমতে শুরু করে এই এলাকায়। একাধিক সিপিআইএমের পার্টি অফিস বন্ধ হয়ে যায় বলে অভিযোগ করা হয়। কর্তৃত্ব বাড়ে তৃণমূল কর্মীদের।

North 24 Parganas: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! ২৪ ঘণ্টার মধ্যে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ!

প্রসঙ্গত, গত এপ্রিল মাসেই শাসনের এই পার্টি নতুন করে চালু করে সিপিআইএম নেতৃত্বরা। পুলিশি প্রহরায় দীর্ঘ ১২ বছর পর শাসনে বন্ধ পার্টি অফিস চালু করে সিপিআইএম। এমনকি তৃণমূল থেকে বেশি কিছু কর্মী, সমর্থকরা সিপিআইএম যোগদান করে। তারপর থেকেই স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই দলীয় কার্যালয়টিকে টার্গেট করেছিল বলে দাবি সিপিআইএম নেতৃত্বের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *