Recruitment Scam: চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার ভিডিয়ো ভাইরাল! আত্মহত্যার চেষ্টা তৃণমূল নেতার – tmc leader of gangarampur assembly tried to took his life after his name comes in recruitment scam


চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার ভিডিয়ো ভাইরাল আগেই হয়েছিল। এবার সেই তৃণমূল নেতার নামে তপন থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই আত্মহত্যার চেষ্টা৷ ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে তৃণমূল নেতা তথা গঙ্গারামপুর বিধানসভার তপন তৃণমূল ব্লক সভাপতি অনাদি লাহিড়ী। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূলের তপন ব্লক সভাপতি অনাদি লাহিড়ীকে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। এদিকে পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।প্রসঙ্গত, অভিষেকের জেলা সফরের আগে গত ১ মে তপন ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি অনাদি লাহিড়ীর চাকরির নাম করে টাকা নেওয়ার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যে ভিডিয়োতে চাকরির নামে টাকা লেনদেনের ছবি রেকর্ড হয়েছে বলে দাবি জানিয়ে সরব হয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তিনি টুইট করেন ওই ভিডিয়ো। এবার এনিয়ে তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছেলের চাকরির জন্য টাকা দেওয়া তপনের আনোয়ার সরকার। এরপরই আত্মহত্যার চেষ্টা করে ওই ব্লক তৃণমূল সভাপতি। এনিয়ে সরব হয়েছে বিজেপি ৷ তাদের দাবি সমস্ত সাজানো ঘটনা।

Kalyanmoy Ganguly : কত কী হত, আক্ষেপ কল্যাণময়ের

এই ভিডিয়ো ভাইরালের ঘটনার ১৭ দিনের মাথায় , তপন থানার আজমতপুর এলাকার বাসিন্দা আনোয়ার সরকার তপন ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি অনাদি লাহিড়ীর বিরুদ্ধে তার ছেলেকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি করে দেবার নামে ২ লাখ ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ তুলে তপন থানায় অভিযোগ দায়ের করেন। শুক্রবারে সেই অভিযোগ দায়ের হওয়ার পরেই, শুক্রবার মধ্যরাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। যদিও এই ঘটনার পর প্রথমে তপন হাসপাতাল এবং পরে গঙ্গারামপুর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন গঙ্গারামপুর বিধানসভার অন্তর্গত তৃণমূল তপন ব্লক সভাপতি অনাদি লাহিড়ী।

Abhishek Banerjee : ‘৯ ঘণ্টা ৪০ মিনিট জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য’, নিজাম থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেক

এবিষয়ে অভিযোগকারী আনোয়ার সরকার বলেন, তার ছেলেকে সিভিকের চাকরি করে দেওয়ার নাম করে প্রায় তিন মাস আগে আড়াই লাখ টাকা নিয়েছিল অনাডি লাহিড়ী। দীর্ঘদিন হলে পরেও চাকরি করিয়ে দিতে পারেননি৷ যতবার বলেছি ততবারই আজ নয় কাল বলে এড়িয়ে গিয়েছে। তারপর টাকা নেওয়ার সেই ভিডিয়ো ভাইরাল হয়। এরপরও ওই তৃণমূল নেতা টাকা দেওয়ার নাম করে ঘোরাচ্ছিলেন। অবশেষে নিজের টাকা ফেরত পেতে পুলিশ ও তৃণমূল নেতৃত্বের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। এদিকে অভিযোগ জানানোর পরেই আত্মহত্যার চেষ্টা করে অনাদি লাহিড়ী। এই বিষয়টি যদিও তার জানা নেই বলেই জানিয়েছেন আনোয়ার সরকার।

Dakshin 24 Pargana : মাটির গাড়ি যাওয়াকে কেন্দ্র করে বচসা! চলল গুলি, তুমুল উত্তেজনা ফলতায়

এবিষয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, ”তপনের ব্লক সভাপতি অনাদি লাহিড়ী নিজের বুদ্ধিতে টাকা তুলেছে এটা কখনই হতে পারে না। নিশ্চিত ভাবে এর মধ্যে কোনও বড় মাথা আছে। হয়তো বা ওঁর উপর চাপ দেওয়া হয়েছে। তার জন্যই হয়তো আত্মহত্যার চেষ্টা করেছিল। তবে এটি খুব দুর্ভাগ্যজনক বিষয়।”

Shason Uttar 24 Pargana: যৌনপল্লীতে গিয়ে তৃণমূল নেতার উদ্দাম নাচ! ভিডিয়ো ভাইরাল করে দেওয়ায় হুজ্জুতিও

এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার বলেন, ‘তপনের ব্লক সভাপতি অনাদি লাহিড়ী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বর্তমানে সে গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিছুটা সুস্থ থাকলেও তার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়। তবে কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন তা নিয়ে অন্ধকারে রয়েছেন তারা। তিনি সুস্থ হলেই পুরো বিষয়টা পরিষ্কার হবে। তবে বিজেপির আইটি সেলের পক্ষ থেকে সেই অনাদি লাহিড়ীর ভিডিয়ো ভাইরাল করা হয়েছিল। বিজেপি বহু মিথ্যে জিনিস প্রচারে আসার জন্য এমন করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে।”

Abhishek Banerjee : রাস্তা হবে, কিন্তু বাকি অভিযোগ?

অন্যদিকে এবিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে বলেন, ”বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে জানতে পারবেন।” যদিও এনিয়ে অনাদি লাহিড়ীর পরিবারের সদস্যরা কোন মন্তব্য করতে চাননি সংবাদ মাধ্যমের সামনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *