Trending News In West Bengal: বিয়ের পরই ছিনতাই নতুন বউ, অভিযোগ খতিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ! – couple faced problems after marriage bride allegedly kidnap by family at domkal


বিয়ের পরই নতুন বউকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করলেন নতুন বর। থানায় সাহায্য চাইতে যাওয়ার পথেই হামলার অভিযোগ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে। থানায় আসার পথে নব বিবাহিত বউকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠলো খোদ মেয়ের বাবার বিরুদ্ধে। জামাইকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির বিরুদ্ধে। যদিও ঘটিনায় অভিযোগ অস্বীকার মেয়ের পরিবারের। রবিবার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডোমকলের বিটি হাই স্কুল মোড় এলাকায়। ঘটনার পর শ্বশুর সহ আরও দুজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন ইবনুল মাসুদ মন্ডল নামের আক্রান্ত যুবক।জানা গিয়েছে, বহুদিনের প্রেমের সম্পর্ক আক্রান্ত তরুণ তরুণীর। কিন্তু দুজনের সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়ায় পরিবার। মূলত এই ভালোবাসার সম্পর্কে আপত্তি জানায় তরুণীর পরিবার। কিন্তু, ‘যব মিঁয়া বিবি রাজি…।’ সেই মতোই ওই প্রেমিক যুগল পরিবারকে লুকিয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

Dilip Ghosh: বিয়েতে ভাংচি ও প্রেমিকার গোপন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি! গ্রেফতার দিলীপ ঘোষের ভাইপো

গত শুক্রবার পরিবারের অজান্তে বাড়ি থেকে পালিয়ে হরিহরপাড়ার এক রেজিষ্টারের কাছে রেজিস্ট্রি বিবাহ করেন আক্রান্ত তরুণ তরুণী। তারপরে পরিবারের ভয়ে সেখানেই গা ঢাকা দিয়ে থাকেন। এদিকে মেয়ের বাড়ির লোকজন তরুণীকে খুঁজে না পেয়ে ডোমকল থানায় নিখোঁজ ডায়েরি করেন। তারপরেই খোঁজ পান মেয়ে এবং ছেলের।

Love Affair : মন্দিরে বিয়ের পরিকল্পনা ভেস্তে পলাতক প্রেমিকা! খোঁজ পেয়েই সিঁথিতে সিঁদুর প্রেমিকের

দুজনেই প্রাপ্তবয়স্ক কিনা এবং গোটা ঘটনা জানতে পুলিশ সেই মতো তাদের দুজনকে আজ থানায় ডেকে পাঠায়। দুজনে হরিহরপাড়া থেকে আসার আগেই ডোমকলের বিটি হাইস্কুল মোড় এলাকায় রাস্তায় গাড়ি আটকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যায় মেয়ের বাবা সহ পরিবার। এমনকী তরুণীর স্বামী ইবনুল মাসুদ মন্ডলকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে।

Madhyamik Result 2023 : টোটো চালিয়ে বাবার অভাবের সংসার, তাক লাগানো সাফল্য মালদার মেয়ে তাপসীর

যুবক তাঁর নতুন বউকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছে শ্বশুর অর্থাৎ মেয়ের বাবার বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে মেয়ের মা বলেন,” এখনও খোঁজাখুঁজি চলছে। আমরা আমাদের মেয়েকে পাইনি।” পাশাপাশি তিনি আরও বলেন ছেলে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে । শুধু তাই নয় পুরোটাই সাজানো গল্প এমনটাই দাবী মেয়ের মায়ের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *