Vande Bharat Express : নিউ কোচবিহার স্টেশনে বন্দে ভারতের স্টপেজ নেই কেন ? প্রতিবাদ তৃণমূলের – tmc protest for not giving stoppage of new jalpaiguri to assam vande bharat express at cooch behar station


এনজেপি থেকে গুয়াহাটি বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ নেই নিউ কোচবিহার স্টেশনে। ক্ষোভ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। অবিলম্বে এই বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ দিতে কোচবিহার স্টেশনে, দাবি জানানো হল কোচবিহার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফে।

Howrah Puri Vande Bharat : হাওড়া-পুরী বন্দে ভারত প্রথম দু’দিনই ‘হাউসফুল’
রবিবার রাজ্য তৃনমূলের মুখপাত্র পার্থপ্রতীম রায় জানান, উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ রেল ষ্টেশন নিউ কোচবিহার। অথচ এই রেলষ্টেশনে বন্দেভারত এক্সপ্রেসের কোনও স্টপেজ নেই। এটা দুর্ভাগ্যজনক। বিষয়টি নিয়ে রেলকে চিন্তাভাবনার কথা বলেন তৃণমূল নেতৃত্ব।
পার্থপ্রতীম রায় বলেন, “প্রাক্তন সাংসদ হিসাবে আগামীকাল রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি পাঠাব। প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলন করা হবে।” আগামী ২৫ মে থেকে এনজেপি-গুয়াহাটি রুটে যাত্রী পরিষেবা চালু হচ্ছে। ইতিমধ্যে এই রুটে ট্রায়াল রান সম্পন্ন করা হয়েছে।

Howrah Puri Vande Bharat: হাওড়া-পুরী বন্দে ভারতের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী, জানুন ট্রেনের টাইম টেবিল
উল্লেখ্য, গত এপ্রিল মাসে নতুন বন্দে ভারতের রেক চেন্নাই থেকে উত্তরবঙ্গের উদ্দেশে নিয়ে আসা হয়। সমস্ত প্রস্তুতি নেওয়ার পরে মূলত রেকের অভাবে গত ১৪ এপ্রিল এনজেপি ও গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা সম্ভব হয়নি বলে জানায় রেল। এনজেপির থেকে গুয়াহাটি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চলাচলের ক্ষেত্রে রেল বোর্ডের প্রাথমিক সবুজ সংকেত রয়েছে।

Vande Bharat: স্বাধীনতা দিবসের আগেই শুরু হবে আরও 35টি বন্দে ভারত! কোন রুটে চলবে? জেনে নিন
এর আগে নিউ আলিপুরদুয়ার স্টেশনেও স্টপেজ না দেওয়ার জন্য প্রতিবাদ জানানো হয় তৃণমূলের তরফে। ট্রেনের একটি স্টপেজ চার্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই দাবি করা হয় নিউ আলিপুরদুয়ার স্টেশনে বন্দে ভারত দাঁড়াবে না। এই খবর প্রচারিত হওয়ার পরেই ক্ষোভ প্রকাশ করা হয়।
স্থানীয় বিধায়ক বিধায়ক সুমন কাঞ্জিলাল, জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইকের নেতৃত্বে একটি তৃণমূলের প্রতিনিধি দল উত্তরপূর্ব সীমান্ত রেলের ডিআরএম-এর সঙ্গে সাক্ষাৎ করে। নিউ আলিপুরদুয়ারে বন্দে ভারতের স্টপেজের দাবি নিয়ে ডিআরএমের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

Vande Bharat Express: ‘নেক্সট টাইম বন্দে ভারতে হাওড়া to পুরী’

প্রসঙ্গত, সম্প্রতি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হয় রেলের তরফে। এরপর হাওড়া থেকে পুরী পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু করার কথাও জানানো হয়। পশ্চিমবঙ্গ থেকে পুরী যাওয়ার পর্যটকদের সংখ্যার কথা মাথায় রেখেই এই ট্রেন চালু করার কথা ভাবে রেল। এরপর রাজ্যে আরও এক বন্দে ভারত ট্রেন চালু হওয়ার খবর আসতেই খুশি হন যাত্রীরা। তবে কোচবিহার স্টেশনে ট্রেনের না থানার কারণে অসন্তোষ প্রকাশ করেন অনেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *