এতে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি বন দফতর, পুরসভাও উপকৃত হবে। শীঘ্রই চালু হবে এই পোর্টাল। পর্ষদের চেয়ারম্যান হিমাদ্রিশেখর দেবনাথ বলেন, “এর ফলে রাজ্যে থাকা গাছ, সরীসৃপের ছবি থেকে শুরু করে কোন জেলায় তা রয়েছে — সব সম্পর্কে যাবতীয় তথ্য মিলবে।”
গত ছ’মাস ধরে পোর্টালটিতে তথ্য সঙ্কলনের কাজ করছেন জীববৈচিত্র পর্ষদের বিজ্ঞানীরা। যার নেতৃত্বে রয়েছেন হিমাদ্রিশেখর। বিজ্ঞানীরা বলছেন, “আমাদের কাজই হচ্ছে রাজ্যে নতুন প্রাণী বা উদ্ভিদের সন্ধানে নিয়মিত গবেষণা চালানো। যেমন, পূর্ব কলকাতা জলাভূমিতে কী ধরনের অতিক্ষুদ্র জীবাণু রয়েছে, তার সন্ধানে গবেষণা চলছে।”
এর প্রথম ধাপে শ’খানেক নতুন অণুজীবের সন্ধান মিলেছে পূর্ব কলকাতা জলাভূমিতে। গবেষণায় কোনও বিজ্ঞানী নতুন কোনও তথ্য পেলে সেই তথ্যও তুলে ধরা হবে পোর্টালে। আবিষ্কর্তা হিসেবে সেই বিজ্ঞানীর নামও সেখানে উল্লেখ করা হবে। পর্ষদের ওয়েবসাইটে থাকবে নয়া পোর্টালের লিঙ্ক।
পর্ষদের তরফে পূর্ব কলকাতা জলাভূমি নিয়ে যে সমীক্ষা চলছে, তার মুখ্য অনুসন্ধানকারী তথা পরিবেশ বিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তী বলেন, “রাজ্যে জীববৈচিত্র অত্যন্ত সমৃদ্ধ। এই পোর্টালটি জীববৈচিত্রের সমাহার ধরে রাখার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তেমনই অনেকের কাজেরও সুবিধে হবে।”
কলকাতার জীববৈচিত্র, শহরে ১৩৮ প্রজাতির, ফলের গাছ ২৬ প্রজাতির, ঔষধি গাছ ৩৩ প্রজাতির, প্রাণী ২৯০ প্রজাতির, ৭০ প্রজাতির প্রজাপতি, ৪৭ প্রজাতির মাছ, ৮৪ প্রজাতির পাখি, ২২ প্রজাতির সরীসৃপ।
তথ্য সূত্র: রাজ্য জীব বৈচিত্র্য পর্ষদ