Abhishek Banerjee : আজ ফের নবজোয়ার যাত্রা শুরু, চোখ শীর্ষ আদালতে – abhishek banerjee is going to start again nabo joar campaign from bankura


এই সময়: নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের বিরোধিতায় দায়ের করা স্পেশ্যাল লিভ পিটিশনের (এসএলপি) দ্রুত শুনানি হবে কি না, সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চে সে সংক্রান্ত সিদ্ধান্ত হতে পারে আজ, সোমবার। অভিষেকের আইনজীবীরা বেঞ্চে আজ এই এসএলপি-র উল্লেখ করবেন বলে খবর। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার রায়ের বিরুদ্ধে অভিষেকের আইনজীবীরা সুপ্রিম কোর্টে গিয়েছেন। সিবিআই-জিজ্ঞাসাবাদের পর শনিবার নিজাম প্যালেস থেকে বেরিয়ে অভিষেকও সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করার কথা জানান।

Abhishek Banerjee : ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েও চাপে অভিষেক! জরুরি ভিত্তিতে শুনানিতে রাজি হল না হাইকোর্ট
তৃণমূল সূত্রে খবর, শীর্ষ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শনিবার অভিষেকের আইনজীবীরা তাঁর মামলা শোনার আবেদন জানান। অনুমতি মেলায় এসএলপি দায়ের হয়। সুপ্রিম কোর্টে যাওয়ার আগে বিচারপতি সিনহার রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের একাধিক ডিভিশন বেঞ্চে শুনানির আবেদন করেছিলেন অভিষেকের আইনজীবীরা।

Abhishek Banerjee: দুর্নীতিতে যোগসাজশ পেলে আমাকে ফাঁসির মঞ্চে তুলে দৃষ্টান্ত স্থাপন করুন: অভিষেক
তবে শুক্রবার হাইকোর্টে গরমের ছুটি শুরু হওয়ায় কোনও ডিভিশন বেঞ্চ দ্রুত শুনানির আশ্বাস দেয়নি। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। আইনি লড়াইয়ের পাশাপাশিই বাঁকুড়ায় এ দিন ফের তৃণমূলের জনসংযোগ যাত্রা শুরু করতে চলেছেন তিনি। দু’দিন থমকে থাকার পর তৃণমূলে নব জোয়ার কর্মসূচি বাড়তি উদ্যমে চলবে বলে শনিবারই জানিয়েছেন অভিষেক। যাত্রার সাফল্য দেখে কেন্দ্রের শাসকদল এজেন্সি লাগিয়ে দিলেও তিনি ‘রয়্যাল বেঙ্গল টাইগারের মতো’ লড়বেন বলে মন্তব্য করেছিলেন অভিষেক।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদের এই মন্তব্য নিয়ে রবিবার কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, ‘রয়্যাল বেঙ্গল টাইগার হয় রিজার্ভ ফরেস্টে থাকে, নয় আলিপুর চিড়িয়াখানাতে থাকে। উনি হয়তো বুঝতে পেরেছেন, ওঁর জন্য খাঁচা তৈরি হচ্ছে। তাই এ কথা বলেছেন। বীরভূমের বাঘও খাঁচায় আছেন।

Abhishek Banerjee : নিজামে পৌঁছলেন অভিষেক, ‘কঠিন’ প্রশ্নমালা নিয়ে তৈরি CBI-ও
প্রথম দিন সাড়ে ন’ঘণ্টা জেরা হয়েছে। সময় আসবে, আরও ডাক পাবেন।’ এর কড়া জবাব দিয়েছে তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ‘এই সুকান্তকে তাঁর দলের সাংসদ সৌমিত্র খাঁ ট্রেনি সভাপতি বলেছিলেন। সুকান্তকে বলব, হিম্মত থাকলে সিবিআই-ইডিকে দিয়ে একমাস নিরপেক্ষ ভাবে বিজেপির সাংসদ-বিধায়কদের সম্পত্তি বৃদ্ধির তদন্ত করান। তা হলে আপনাদের দলের কত নেতা জেলে যাবেন, তা গুনে শেষ করতে পারবেন না। অভিষেকের বুকের পাটা আছে, তাই তদন্তের মুখোমুখি হয়েছেন। দিলীপ-শুভেন্দুকে জিজ্ঞাসাবাদ করার কথা বলতে পারবেন?’

Abhishek Banerjee : হাইকোর্ট ফেরাতেই CBI তলব, নবজোয়ার ছেড়ে রাতেই কলকাতায় অভিষেক
আবার, সিবিআইয়ের মুখোমুখি হয়ে অভিষেক ‘বাঘের বাচ্চা’র মতো লড়াই করছেন বলে এ দিন মন্তব্য করেছেন মদন মিত্র। কামারহাটির বিধায়ক বলেন, ‘অভিষেককে সাড়ে ন’ঘন্টা হেনস্থা করেছে। কিন্তু অভিষেক বাঘের বাচ্চার মতো লড়াই করেছে। দলনেত্রীর কাছে আমরা কৃতজ্ঞ, উনি ঠিক সময়ে যোগ্য উত্তরসূরি খুঁজে দিয়েছেন।’

Supreme Court of India : হাইকোর্টে বড় ধাক্কা! রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন অভিষেক
কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সরব রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমও। রবিবার তিনি বলেন, ‘সিবিআই-ইডিতে যাঁরা কাজ করেন, তাঁদের প্রত্যেকেই দক্ষ অফিসার। দেশের স্বার্থে এঁদের কাজে লাগানো প্রয়োজন। রাজনৈতিক প্রতিহিংসার জন্য নয়।’ দমদমে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ফিরহাদ বলেন, ‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল কোথায় গেল, তা খোঁজার কাজে আরও বেশি করে ব্যবহার করা উচিত। এটা ওঁরা পারেন।’

আজ, সোমবার বাঁকুড়ার ইন্দাস থেকে অভিষেক তাঁর জনসংযোগ যাত্রা ফের শুরু করবেন। হেলিকপ্টারে ইন্দাস পৌঁছতে পারেন তিনি। সেখান থেকে কোতুলপুরে গিয়ে রোড-শো করবেন। বিষ্ণুপুরে রাতে তৃণমূলের অধিবেশন রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *