Abhishek Banerjee Naba Jowar : ইন্দাসে বজ্রাঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ অভিষেকের, নব উদ্যমে শুরু জনসংযোগ – tmc mp abhishek banerjee meets affected family members of lightening incident at indas bankura


সিবিআইয়ের জেরার পর সোমবার থেকেই জেলায় জনসংযোগ কর্মসূচি শুরু করে দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথমেই ইন্দাসে বজ্রাঘাতে মৃত্যু নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সরকারি তরফে তাঁদের সবরকম সাহায্যের আশ্বাস দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee : আজ থেকে ফের শুরু অভিষেকের নবজোয়ার, বাঁকুড়ায় প্রস্তুতি জোরকদমে
সোমবার বেলা ২ টো নাগাদ ইন্দাস হাই স্কুল মাঠে বজ্রাঘাতে নিহত পরিবারের সঙ্গে দেখা করার কর্মসূচি দিয়েই শুরু হয় এদিনের নবজোয়ার পরিক্রমা। সোমবার দিনভর বাঁকুড়া জেলায় একাধিক কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই কর্মসূচির পরেই অভিষেকের কুম্ভস্থলী মোড়ে রোড শো রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরপর বিষ্ণুপুরে নিউ গোড়ার মাঠে রাতে অধিবেশন কর্মসূচি রয়েছে তাঁর।

Bangla Bandh: তীর ধনুক নিয়ে রাস্তায় যানবাহন চলায় বাধা, কুড়মিদের স্বীকৃতির প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বনধ ব্যাপক প্রভাব
শনিবার সিবিআইয়ের প্রায় ৯ ঘন্টা জেরার মুখোমুখি হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরপর রবিবার বাদ দিয়ে সোমবার থেকেই অভিষেক ফের দু’মাস ব্যাপী কর্মসূচিতে বেরিয়ে পড়েন। সিবিআইয়ের জেরার পর বেরিয়েই অভিষেককে বলতে শোনা গিয়েছি, তাঁর এই নবজোয়ার কর্মসূচিকে বন্ধ করে দেওয়ার জন্যেই সিবিআইকে দিয়ে ডাক করাচ্ছে কেন্দ্রীয় সরকার।

Bangla Bandh: সোমবার ১২ ঘণ্টার জন্য বাংলা বনধের ডাক আদিবাসী সংগঠনের
গত ২০ এপ্রিল, তৃণমূলের সভায় যোগদান করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগে বজ্রাঘাতে প্রাণ হারান এক তৃণমূল কর্মী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির প্রচারের কারণেই বাঁকুড়ার ইন্দাস থানার আশিনপুর দীঘির মাঠে তৃণমূলের সভার আয়োজন করা হয়েছিল। সভার কাছেই ছিল একটি বটগাছ। বৃষ্টি থেকে বাঁচার জন্য তৃণমূলের বহু কর্মী সমর্থক ওই বট গাছের তলায় দাঁড়িয়ে ছিলেন। বৃষ্টি চলাকালীন হঠাৎ সেই গাছে বজ্রাঘাত হয়। বেশ কিছু তৃণমূল কর্মী-সমর্থক আহত হন।

Suvendu Adhikari: ‘রয়্যাল বেঙ্গল’! অভিষেকের মন্তব্যে কটাক্ষ শুভেন্দু সুজনের

শামেদ মল্লিক নাম কে কর্মী মৃত্যু হয়। ৩০ জন কর্মী আহত হন। এই ঘটনার খবর পাওয়ার পরেই মৃত কর্মী বাড়িতে তৃণমূলের তরফে পাঠানো হয় রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সহ অন্যান্য জেলার নেতৃত্বকে। পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় তাঁদের তরফে। রাজ্য সরকারের তরফে তাঁদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।
সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এদিন বজ্রাঘাতে আহত তৃণমূল কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন অভিষেক। একাধিক পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন। সূত্রে খবর, তাঁদের আর্থিক খবর, রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা তাঁরা পাচ্ছেন কিনা সে ব্যাপারে বিস্তারিত জানতে চান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *