Actor Death: সুশান্তের পর এবার আদিত্য! আরেক সিং রাজপুতের আকস্মিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য বলিউডে…


Aditya Singh Rajput Death, Bollywood, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের দুঃসংবাদ বলিউডে। মুম্বইয়ের আন্ধেরিতে নিজের বাড়িতেই প্রয়াত অভিনেতা, মডেল, কাস্টিং কো-অর্ডিনেটর আদিত্য সিং রাজপুত। সোমবার বিকেলে বাথরুম থেকে উদ্ধার করা হয় তাঁকে। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

আরও পড়ুন- TV Actor: ফুটতে চলেছে রাজা-নবনীতার ‘বিয়ের ফুল’! শোরগোল পরিবারের অন্দরে…

বলিউডের অন্যতম পরিচিত মুখ আদিত্য সিং রাজপুত। জনপ্রিয় অভিনেতার পাশাপাশি তিনি মডেল হিসাবেও জনপ্রিয়। মুম্বইয়ের আন্ধেরিতে ১১ তলায় একটি অ্যাপার্টমেন্টে থাকতেন আদিত্য। সেই ফ্ল্যাটের বাথরুম থেকেই সোমবার তাঁকে উদ্ধার করা হয়। তাঁর এক বন্ধু তাঁকে বাড়ির বাথরুমে অচৈতন্য অবস্থায় দেখতে পায়। তড়িঘড়ি সেই বন্ধু ও অ্যাপার্টমেন্টের দারোয়ান তাঁকে নিয়ে যায় হাসপাতালে। সেখানে ইমারজেন্সিতে তাঁকে পরীক্ষা করেই চিকিৎসকেরা জানান যে, তিনি মৃত। ঘনিষ্ঠ সূত্রের খবর, অতিরিক্ত মাদকসেবন তাঁর মৃত্যুর কারণ হতে পারে বলে আশঙ্কা।

আদিত্য সিং রাজপুত তাঁর কেরিয়ার শুরু করেছিলেন মডেল ও অভিনেতা হিসাবে। এমনকী তিনি নিজেও অনেক নতুন মুখকে বলিউডে প্রকাশ্যে এনেছেন। ইন্ডাস্ট্রির সকলের সঙ্গেই তাঁর ভালো যোগাযোগ ছিল। বেশ কয়েকটি ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে। একাধিক অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যু সংবাদে হতবাক গোটা ইন্ডাস্ট্রি।

আরও পড়ুন- Parineeti Chopra| Priyanka Chopra: দিদি প্রিয়াঙ্কার তিলক থেকে রাঘবের ভালোবাসা, ঠিক যেন রূপকথা! বাগদানে চোখে জল পরিণীতির

দিল্লির বাসিন্দা ছিলেন আদিত্য সিং রাজপুত। সেখানেই তাঁর বেড়ে ওঠা। এরপর কেরিয়ার তৈরি করতেই বলিউডে আসেন অভিনেতা। মুম্বইয়ে পা রেখে মডেল হিসাবে নিজের কেরিয়ার শুরু করেন তিনি। ‘ক্রান্তিবীর’, ‘ম্যায়নে গান্ধী কো নেহি মারা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। প্রায় ৩০০ বিজ্ঞাপনে দেখা গেছে আদিত্য সিং রাজপুতকে। রিয়ালিটি শো স্প্লিটসভিলা সিজন ৯-এ প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন তিনি। এছাড়াও টেলিভিশনে লাভ, আশিকী, কোড রেড, আওয়াজ সিজন ৯, ব্যাড বয় সিজন ৪ সহ একাধিক প্রজক্টে কাজ করেছেন তিনি। সম্প্রতি একটি প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন আদিত্য। তিনি সেখানকার কাস্টিং গ্রুপের সঙ্গে কাজ করতেন। পেজ থ্রি পার্টিতে প্রায়ই দেখা যেত আদিত্যকে। মুম্বইয়ের গ্ল্যামার সার্কিটের চেনা মুখ ছিলেন আদিত্য। তাঁর এই অকালমৃত্যুতে কার্যত শোকস্তব্ধ সকলেই।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *