Bangla Bandh : বনধকে উপেক্ষা করেই টোটো চালানোর অভিযোগ, চাকা কেটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বালুরঘাটে – a driver was accused of running a toto in balurghat town ignoring bangla bandh


West Bengal News : বনধকে উপেক্ষা করেই বালুরঘাট শহরে টোটো চালানোর অভিযোগ উঠল এক চালকের বিরুদ্ধে। আর এই ঘটনায় ক্ষুব্ধ বনধ সমর্থনকারীরা রামদা দিয়ে কেটে দিল চলন্ত টোটোর চাকা, অভিযোগ এমনই। ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন টোটোর যাত্রী ও চালক৷ সোমবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের সাধনা মোড় সংলগ্ন এলাকায়৷ এদিকে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় বালুরঘাটে। এরপরই ক্ষুব্ধ টোটো চালক, কিছু ব্যবসায়ী ও জনতা সাধনা মোড় এলাকায় ভাঙা টোটো লাগিয়ে দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।

Bangla Bandh: তীর ধনুক নিয়ে রাস্তায় যানবাহন চলায় বাধা, কুড়মিদের স্বীকৃতির প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বনধ ব্যাপক প্রভাব
এদিকে এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বালুরঘাট থানার IC শান্তিনাথ পাঁজা ও DSP হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ সহ বিশাল পুলিশবাহিনী৷ রাস্তা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বেলা পৌনে একটা নাগাদ বালুরঘাটের দিপালী নগর এলাকা থেকে যাত্রী চাপিয়ে বালুরঘাট হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিলেন এক টোটো চালক।

Uber Booking : উবের টোটো বন্ধ বারাসত-মধ্যমগ্রামে! ফুঁসছে জনতা, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ যাত্রীদের
পথে সাধনা মোড় এলাকায় বনধ সমর্থক আদিবাসীরা টোটো টিকে আটকে দেয়। হাসপাতালে যাচ্ছেন বলে সমর্থনকারীদের অনুরোধ করলেও তাদের ছাড়া হয়নি। অভিযোগ এরপরই রামদা ও কুড়ুল দিয়ে চাকায় কোপ মারেন সমর্থনকারীরা। অভিযোগ টোটো চালক ও যাত্রীদেরও মারধর করেন।

Bangla Bandh Kurmi Protest: ‘কুড়মিদের তফশিলি তকমা দেওয়া যাবে না’, পালটা দাবি তুলে বাংলা বনধ আদিবাসী সেঙ্গেল অভিযানের
এরপর ক্ষুব্ধ স্থানীয় জনতা বনধ সমর্থনকারীদের আটকে বিক্ষোভ দেখায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালীন বনধ সমর্থনকারীদের হাতে অস্ত্র দেখতে পেয়ে ক্ষুদ্ধ জনতা তাদের দিকে তেড়ে যায়। পুলিশ কোনওরকমে উত্তেজিত জনতাকে আটকায়।

Bangla Bandh: সোমবার ১২ ঘণ্টার জন্য বাংলা বনধের ডাক আদিবাসী সংগঠনের
আক্রান্ত টোটো চালক বিকাশ লাহা বলেন, “আমরা অনেকবার বলেছি যে আমাদের ছেড়ে দিন কারণ আমরা হাসপাতাল যাচ্ছি। আমাদের কথা ওরা একেবারেই শোনেনি। তারপর কথা বলতে বলতেই হঠাৎ করে চাকার মধ্যে রামদা চালিয়ে দেয়। আমরা গাড়ি পুরো নষ্ট হয়ে গিয়েছে”। যদিও বনধ সমর্থনকারী রিন্টু কিস্কু একথা মানতে চাননি।

তিনি বলেন, “আমরা ওই টোটোচালক ও যাত্রীদের সঙ্গে কোনওরকম দুর্ব্যবহার করিনি। আমরা যখন তাঁদেরকে ধরে বলি যে আজ বনধ চলছে, কেন বেরিয়েছেন রাস্তায়, তখন তাঁরাই আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। রীতিমতো মারমুখী হয়ে ওঠে আমাদের ওপর।

আমাদের সংগঠনের নামেও বাজে কথা বলা হয়েছে”। এদিকে, ঘটনাস্থল থেকে হটিয়ে দেওয়া হয় বনধ সমর্থনকারীদের। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। এসেছে বিশাল কমব্যাট ফোর্স।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *