Bangla Sahayata Kendra : ১০ কোটি মানুষকে পরিষেবা দিয়েছে বাংলা সহায়তা কেন্দ্র, টুইট গর্বিত মুখ্যমন্ত্রীর – mamata banerjee says bangla sahayata kendra provide benefits to 10 crore people of west bengal


বাংলা সহায়তা কেন্দ্র থেকে মোট ১০ কোটি রাজ্যবাসী সুবিধা পেয়েছেন। এই সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই মর্মে একটি টুইট করেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা, “অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি, বাংলা সহায়তা কেন্দ্র যুগান্তকারী সাফল্য পেয়েছে। রাজ্য সরকারের এই সহায়তা কেন্দ্র থেকে মোট ১০ কোটি মানুষ সুবিধা পেয়েছেন। তৃণমূল স্তরের মানুষকে সরকারি প্রকল্পগুলির সুবিধা দিতে রাজ্য সরকারের যে প্রচেষ্টা, এটা তারই ফলাফল।”

Nabanna : নবান্নের ২ দফতরে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর, কর্মীদের উদ্দেশে কী বার্তা?
মুখ্যমন্ত্রী এই সাফল্যের জন্য বাংলার মানুষ এবং গোটা বাংলা সহায়তা কেন্দ্রের টিমকে অভিনন্দন জানিয়েছেন। আগামীদিনেও বাংলা সহায়তা কেন্দ্র যাতে এভাবেই বাংলার মানুষকে পরিষেবা দিতে পারে, সে বিষয়টিও নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ই-সার্ভিসের মাধ্যমে এই বাংলা সহায়তা কেন্দ্র থেকে পরিষেবা পেয়েছেন মোট ১০ কোটি ৯ লাখ ১৮ হাজার ৩০৬ জন। গত ৩০ দিনে এই সংখ্যা ২১ লাখ ১২ হাজার ৮৯৪ জন।

Mid Day Meal: মিড ডে মিলে ২০০০ কোটি বরাদ্দ! রাজ্যের কাজে খুশি কেন্দ্র, জানালেন ব্রাত্য
উল্লেখ্য, সরকারের নিজস্ব প্রকল্প এবং পরিষেবাগুলির নিবিড় প্রচার আরও সহজে করতে এই বাংলা সহায়তা কেন্দ্র তৈরি হয় রাজ্যে। সরকারি পরিষেবাগুলি দ্রুত মানুষকে পৌঁছনোর লক্ষ্যেই এই কেন্দ্রগুলি চালু হয় ব্লক স্তরে। গ্রামাঞ্চলে সকলের হাতে স্মার্টফোন, ল্যাপটপ নেই। ইন্টারনেট সংযোগও নেই। অথচ, এখন বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে আবেদন অনলাইনে করতে হয়। বিভিন্ন দফরের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্যও থাকে। মূলত তথ্যপ্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত মানুষের জন্যই এই ধরনের সহায়তা কেন্দ্র চালুর উদ্যোগ। বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে সাধারণ মানুষকে বিনামূল্য পরিষেবা দেওয়া হয়।

Abhishek Banerjee : ১০০ দিনের টাকা বন্ধ, তাই বাজির কারিগর: অভিষেক
পাশাপাশি, রাজ্যের সমস্ত মানুষ যাতে কোনওরকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন সেই উদ্দেশ্যে জেলায় জেলায় বাংলা সহায়তা কেন্দ্র থেকে খুলেছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায় একাধিক মানুষ সরকারি নানা প্রকল্পের থেকে বঞ্চিত না হয়ে পড়েন, সেদিকে নজর দিতেই রয়েছে ‘বাংলা সহায়তা কেন্দ্র’।

আর এদিকে বাংলা সহায়তা কেন্দ্রেই আধার পরিষেবার সুযোগ মিলবে বলে জানা গিয়েছে। রাজ্যের প্রায় এক হাজার কেন্দ্র বাংলা সহায়তা কেন্দ্র থেকে এই সুবিধা পাবেন সাধারণ মানুষ। রাজ্যে ৩ হাজারের কিছু উপরে এইরকম কেন্দ্র রয়েছে। প্রাথমিকভাবে পাইলট প্রজেক্ট হিসেবে ওই সংখ্যক কেন্দ্রে এই পরিষেবা চালু হবে। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শুরু করেছে রাজ্য সরকার। যদিও এখনই জেলা প্রশাসনের কর্তারা এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না। তবে নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। সাধারণত ডাকঘর এবং আধার সেবা কেন্দ্রগুলি থেকেই আধারের পিরষেবা পাোয়া যায়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি এড়াতেই বাংলা সহায়তা কেন্দ্র থেকে এই পরিষেবা দেওয়ার চিন্তাভাবনা রাজ্যের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *