পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জের কাটতে না কাটতেই ফের রাজ্যে ভয়াবহ বিস্ফোরণ। দক্ষিণ ২৪ পরগনার বজবজের মহেশতলায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় তিন জনের মৃত্যুর খবর মেলে। অনুমান, বাড়িতে বেআইনিভাবে বাজি লুকিয়ে রাখায় এই দুর্ঘটনা। এই ঘটনার জেরে ফের আক্রমণ বিরোধীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী লেখেন, ”ঘুম থেকে উঠে পোড়া মাংস, পোড়া লাশের গন্ধ কি পাচ্ছেন মুখ্যমন্ত্রী?”এখানেই শেষে নয়, বজবজে বেআইনি বাজি বিস্ফোরণের ঘটনার পর বিরোধী দলনেতা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সঙ্গে তুলনা টানেন বাংলার বর্তমান পরিস্থিতির। তিনি লেখেন, ”২৪ ফেব্রুয়ারি ২০২২ সালে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে একাধিকবার বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের মাটি। কিন্তু সেই বিস্ফোরণের সংখ্যায় নগণ্য, এই এক বছরের পশ্চিমবঙ্গের অগুন্তি বিস্ফোরণের সংখ্যার সামনে। এগরার খাদিকুলের হাওয়া থেকে পোড়া মাংস আর বিস্ফোরকের গন্ধ এখনও ভেসে বেড়াচ্ছে। আহতরা এখনও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তার মধ্যেই ফের রাজ্যে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। ঘটনায় এখনও পর্যন্ত তিন মহিলার মৃত্যুর খবর মিলেছে। সময়ের সঙ্গে নিহতের সংখ্যা আরও বাড়বে বলে মনে হচ্ছে। ” Budge Budge Blast: বজবজে বিস্ফোরণের পর এলাকা থেকে ২০ কেজি বিস্ফোরক উদ্ধার, স্থানীয়দের বিক্ষোভের মাঝেই গ্রেফতার ৩৪
এগরার বিস্ফোরণের মতো বজবজের ঘটনাতেও এনআইএ তদন্তের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, ”আবারও একই কথা বলছি মনে হতে পারে কিন্তু এই ঘটনার তদন্ত শুধু এনআইএ-ই করতে পারবে।”
মুখ্যমন্ত্রীকেও তীব্র আক্রমণ করে বিরোধী দলনেতা লেখেন, ”জানি না আর কত মৃত্যু হলে ওঁর বিবেক জাগবে। এসবের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কী করছে। না, প্রমাণ লোপাট! সকলের চোখ এড়িয়ে সবথেকে ভালো যেটা করতে পারে সেটাই করছে।” বজবজের বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেখার অনুরোধ করেন শুভেন্দু।
উল্লেখ্য, রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বজবজ এলাকার নন্দরামপুর চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। অনুমান, ওই বাড়িতে বেআইনিভাবে মজুত রাখা হয়েছিল অথবা বাজি বানানো চলছিল। এই এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনি বাজি কারখানা চালানোর অভিযোগ ছিল বলে দাবি। নুঙ্গি বজবজ মহেশতলা এলাকা জুড়ে রবিবার রাত থেকে তল্লাশি চালিয়ে প্রায় ২০ হাজার কেজি বিস্ফোরক আটক করা হয়েছে বলে খবর। ঘটনার তদন্তে ইতিমধ্যেই নেমেছে সিআইডি। বিস্ফোরণস্থল পরীক্ষা করে দেখছে তদন্তকারীরা। নমুনা সংগ্রহ করছে ফরেনসিক।