Dilip Ghosh : ‘দিদির সুরক্ষা কবচই উঠে গিয়েছে, আর অভিষেকের…’, বিস্ফোরক দিলীপ – bjp leader dilip ghosh attacks abhishek banerjee on cbi interrogation issue


“দিদির সুরক্ষা কবচই উঠে গিয়েছে, আর অভিষেকের..” – অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের বিরুদ্ধে দ্রুত শুনানির আবেদন খারিজ নিয়ে কটাক্ষ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। দিলীপ এদিন বলেন, “মুখ্যমন্ত্রীর রক্ষাকবচই তো উঠে গিয়েছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ তো উঠবেই। কোনও কবচ, মাদুলি, তাবিচ, ঝাড়ফুঁক কোনও কিছুই আর চলবে না।”

Dilip Ghosh : ‘পুলিশের টাকা খাওয়ার অভ্যাস হয়ে গেলে… ’, মহেশতলা বিস্ফোরণ নিয়ে তোপ দিলীপের
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষ চিঠি মামলায় অব্যহতি পেতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আবেদন করেছিলেন। সোমবারই ‘সুপ্রিম ধাক্কা’ খান অভিষেক। দ্রুত মামলার শুনানির আবেদন খারিজ করে দেওয়া হয়। শুনানি হওয়ার কথা আগামীও শুক্রবার। সেক্ষেত্রে শুক্রবার পর্যন্ত ‘সুরক্ষা কবচ’ ছাড়াই থাকতে হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

North 24 Parganas CPIM News : ১২ বছর পর চালু হওয়া বাম কার্যালয়ে ভাঙচুর, উত্তেজনা শাসনে
এই প্রসঙ্গে দিলীপ এদিন বলেন, “এই সরকারকে কেউ বাঁচাতে পারবে না। এতো পাপ করেছে এঁরা, এতো দুর্নীতি করেছে, মানুষ আজ তার জবাব চাইছে, হিসাব চাইছে।” তাঁর কথায়, আদালত সিবিআই এবং ইডিকে নির্দেশ। দিয়েছিল। সেই অনুযায়ী তথ্য প্রমাণ জোগাড় করা হয়েছিল। তৃণমূলের এইসব নেতৃত্ব সাজা পাবেই বলে জানান দিলীপ।

24 Parganas South : রুটি করতে দেরি হওয়ায় মাকে ধারাল অস্ত্র দিয়ে হত্যা, হাড়হিম করা ঘটনা মথুরাপুরে
রাজ্যজুড়ে বুথস্তর পর্যন্ত নিজেদের সংগঠনকে ছড়িয়ে দিতে চাইছে কেন্দ্র ও রাজ্য স্তরের বিজেপি নেতারা। তবে সংগঠন যে এখনও দুর্বল তা কার্যত দলের অন্দরে মেনে নেন রাজ্যের প্রথম সারির বিজেপি নেতারা। ব্যারাকপুর শিল্পাঞ্চলের দলীয় কর্মী সমর্থকদের চাঙ্গা করতে বাড়াবাড়ই শিল্পাঞ্চলে দৌড়ে আসেন কেন্দ্রীয় ও রাজ্য বিজেপি নেতা-মন্ত্রীরা।

Dilip Ghosh : দুষ্কৃতীরাই তো দাপিয়ে বেড়াচ্ছে বাংলায়: দিলীপ

সোমবার জগদ্দল বিধানসভার একটি প্রেক্ষাগৃহে দলীয় এক কর্মীসভায় উপস্থিত হয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় সহ- সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এছাড়াও উপস্থিত হয়েছিলেন বিজেপির ব্যারাকপুর সাংগাঠনিক জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য নেতৃবৃন্দ। সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়ে এদিনের বৈঠকে আলোচ্ছনা হয় বিজেপি নেতৃত্বের মধ্যে।
মহেশতলার বাজি কারখানায় বিস্ফোরণ নিয়েও এদিন করেন দিলীপ। বিজেপি সাংসদ বলেন, “এই সরকার দুর্নীতিগ্রস্ত। এই রাজ্যে একের পর এক জেলায় বোমা বিস্ফোরণে মানুষ মারা যাচ্ছে। তৃণমূলের হাতে তৃণমূল নেতারাই খুন হচ্ছেন। বাংলার আইন-শৃঙ্খলার অবস্থা ভেঙ্গে পড়েছে।” বিভিন্ন এলাকার যত দুষ্কৃতী রয়েছে তারা সবাই তৃণমূলে নাম লিখেছে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারার ফলে খুন -বোমাবাজির মতো ঘটনা ঘটছে। সরকার এবং পুলিশের মধ্যেই এই ধরণের অবৈধ বাজি কারখানা চলছে বলে তিনি দাবি করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *