Hridaypur Railway Station Fire : পুড়ে ছাই সমস্ত নথি, কলেজ ভর্তি নিয়ে দুশ্চিন্তায় হৃদয়পুরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রাজেশ – higher secondary examinee rajesh das is helpless as his all documents burnt in hridaypur fire incident


আগুনের গ্রাসে চলে গিয়েছে উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট। পুড়ে ছাই একাধিক নথি। পুড়ে ছাই ভবিষ্যতের স্বপ্নও। চূড়ান্ত অসহায়তার মধ্যে পড়ে গেল হৃদয়পুরের বস্তির বাসিন্দা এ বছরের উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী রাজেশের। কলেজে ভর্তি হবে কী করে ? মাথার মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন। গলার কাছে দলা পাকিয়ে আসছে কান্নায়।

Madhyamik Result 2023 : শারীরিক প্রতিবন্ধকতা কোনও বাধাই নয়! মাধ্যমিকে প্রমাণ করল নদিয়ার যমজ বোন
সব ছিল,ভালই চলছিল। নিমেষে সব স্বপ্ন ভেঙে দিল কয়েক মুহূর্তের ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার ভোর রাতের অগ্নিকাণ্ডে রাজেশের যাবতীয় নথি পুড়ে ছাই। কলেজে কী ভাবে ভর্তি হবে সেই চিন্তায় রাস্তায় দাঁড়িয়ে রাজেশ। হৃদয়পুর স্টেশন সংলগ্ন বস্তিতে রবিবার গভীর রাতে দুটো থেকে আড়াইটের মধ্যে এক বাড়িতে আগুন লেগে যায়। এক এক করে অনেকগুলো বাড়িতেই আগুন ছড়িয়ে পড়ে। যার মধ্যে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া রাজেশের বাড়িও ছিল।

Dilip Ghosh : ‘দিদির সুরক্ষা কবচই উঠে গিয়েছে, আর অভিষেকের…’, বিস্ফোরক দিলীপ
আগুন লাগার সঙ্গে সঙ্গে এক পোশাকে বাড়ির বাইরে চলে আসে রাজেশ দাস সহ তার পরিবারের সদস্যরা। চোখের সামনে বাড়ির যাবতীয় জিনিস পুড়ে যেতে দেখে রাজেশ। তবে তার এখন একমাত্র দুশ্চিন্তা অ্যাডমিট কার্ড নিয়ে। উচ্চমাধ্যমিকের রেজাল্ট তো অনলাইনে দেখা যাবে। মার্কশিট স্কুল থেকে পাওয়া যাবে। কিন্ত অ্যাডমিট কার্ড ? সেটা না হলে তো কলেজে ভর্তি হওয়া যাবে না।

Hridaypur Railway Station : মাঝরাতে হৃদয়পুর স্টেশন সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন, সিলিন্ডার ব্লাস্টে পুড়ে ছাই একাধিক ঝুপড়ি
কী করে কলেজে ভর্তি হবে, কে সহযোগিতা করবে ? তার আগামীদিনের স্বপ্ন পূরণ করতে সেই ভেবেই কুল কিনারা পাচ্ছে না রাজেশ। রাজেশে বাবা সহদেব দাস জানান, ছেলের ওয়ান থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত যাবতীয় নথি ঘরের ভিতর ছিল। কোনও কিছুই বাঁচানো যায়নি। সবটাই পুড়ে ছাই।
সোমবার ঘটনাস্থলে আসেন বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। তিনি আশ্বস্ত করেছেন তাঁদের পাশে আছেন বলে। হারিয়ে যাওয়া যাবতীয় নথির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন তিনি। যে কোনও প্রয়োজনে সাংসদকে পাশে পাবে তাঁরা বলে জানানো হয়। সাংসদকে পাশে পেয়ে এবং তাঁর আশ্বাসে চিরকৃতজ্ঞ রাজেশ সহ তার পরিবার। তবে রাজেশ যত সময় তার অ্যাডমিট কার্ড বা রেজিষ্ট্রেশন নম্বর না পাচ্ছে তত সময় কলেজের ভর্তি হওয়ার ব্যপারে নিশ্চিন্ত হতে পারছে না।

North 24 Parganas: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! ২৪ ঘণ্টার মধ্যে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ!

প্রসঙ্গত, রবিবার মধ্যরাতে হৃদয়পুর রেল স্টেশন সংলগ্ন বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড হয়। একটি বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৩ টি ইঞ্জিন। বস্তিতে প্রথমে একটি ঘরে একজন মোমবাতি জ্বালিয়ে শুয়েছিলেন। সেই মোমবাতির আগুন থেকেই প্রথমে ওই ঘরে আগুন লাগে বলে প্রাথমিক তরুন্দে জানা যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *