Indian Air Force : আকাশ থেকে ভেঙে পড়ল বিমানের অংশ, পশ্চিম মেদিনীপুরে শোরগোল – one part of indian fighter jet crashed in paschim medinipur police reaches to the spot


চলন্ত প্লেন থেকে ভেঙে পড়ল বিশেষ কিছু অংশ। প্লেনের অংশবিশেষ ভেঙে পড়ার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলায়। গোয়ালতোড় থানার শিওরবনি গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার মাটির খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছিল বিমানটি। তখনই বিমানের একটি অংশ ভেঙে মাটিতে পড়ে।

এই ঘটনার পর গোয়ালতোড় থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। কলাইকুন্ডা এয়ারবেসে ইতিমধ্যেই পুলিশের তরফে খবর দেওয়া হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও কেউ বলতে পারছে না। পুলিশের দাবি, কলাইকুন্ডা এয়ারবেসের আধিকারিকরা না এসে পৌঁছনো অবধি ঠিক কী ঘটেছে, তা বলা যাচ্ছে না। পুলিশের তরফে ওই এলাকাটি ঘিরে ফেলা যদিও এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Air India Flight : মাঝ আকাশে এয়ার ইন্ডিয়া বিমানে ভয়ানক অশান্তি, হাতাহাতিতে আহত ৭ যাত্রী
স্থানীয় বাসিন্দা খগেন মাহাত বলেন, ‘হঠাৎ করে ভারী জিনিস পড়ার আওয়াজ পাই। তখনই স্থানীয়রা এখানে এসে হাজির হয়। মাটির খুব কাছ দিয়ে বিমানটি উড়ছিল বলেই শুনেছি। গ্রামবাসীদের তরফেই পুলিশে খবর দেওয়া হয়। কী কারণে এমন ঘটনা ঘটল বলা যাচ্ছে না। বায়ুসেনা আধিকারিকরা এসে বিষয়টি খতিয়ে দেখবেন বলেই শুনেছি’

সেখানে উপস্থিত এক পুলিশকর্মী বলেন, ‘স্থানীয়দের তরফে খবর দেওয়ার পরই আমরা এখানে এসেছিলাম। দেখে তো বিমানের অংশ বলেই মনে হচ্ছে। কলাইকুন্ডা এয়ার বেসে খবর দেওয়া হয়েছে। বায়ু সেনা আধিকারিকরা এসে খতিয়ে দেখবেন। তারপর কী ঘটেছে তা বলা সম্ভব হবে।’ যদিও জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুদ্ধ বিমানের জ্বালানি ট্যাঙ্ক বিমান থেকে খুলে পড়েছেন।

Egra Blast : এগরার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! রাস্তায় পড়ে ছিন্নভিন্ন দেহ, ঘটনাস্থলে পুলিশ-দমকল
সম্প্রতি খড়গপুরের আকাশে চক্কর কাটতে দেখা যায় একের পর এক সেরা যুদ্ধ বিমানকে। মার্কিন যুদ্ধ বিমানকে আকাশে উড়তে দেখে খানিক আতঙ্কিত হয়ে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীকালে জানা যায়, কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটিতে ভারত ও মার্কিন বায়ুসেনার যৌথ মহড়া হচ্ছে। সে কারণে আকাশের উড়ছে একের পর এক যুদ্ধ বিমান।

আরও জানতে রিফ্রেশ করতে থাকুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *