Jalpaiguri TMC : ‘গ্রাম বাংলার মতামত’-এ গুরুত্ব না দেওয়ার অভিযোগ, প্রার্থী নিয়ে তৃণমূলের কোন্দল জলপাইগুড়িতে – tmc workers agitation for not maintaining direction of abhishek banerjee at jalpaiguri


সবেমাত্র নবজোয়ার কর্মসূচি করে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠী কোন্দল নিয়ে কড়া বার্তা দিয়ে এসেছেন জেলা নেতৃত্বকে। তার মধ্যেই পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে অন্তর্দ্বন্দ্ব শুরু জলপাইগুড়িতে। এমনকি, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বয়ং দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানা হচ্ছে না বলে অভিযোগ তুলেছে একপক্ষ।

Jalpaiguri News : ফের ভাঙন তৃণমূলে! জলপাইগুড়িতে পঞ্চায়েত প্রধান সহ একগুচ্ছ কর্মীর বিজেপিতে যোগদান
পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে জলপাইগুড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বাছাই এর দাওয়াই মানা হচ্ছে না বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের একাংশের দাবি, টাকার বিনিময়ে প্রার্থী বাছাই করা হচ্ছে। যাঁদের বিরুদ্ধে কাটমানি তোলার অভিযোগ তাঁদেরকেই প্রার্থী করা হচ্ছে।
সেই কারণে আজ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনেই বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের একাংশ।এদিকে টাকার বিনিময়ে প্রার্থী করা হচ্ছে এমন কিছু মানতে নারাজ তৃণমূল কংগ্রেসের জেলার চেয়ারম্যান খগেশ্বর রায়ের।

Abhishek Banerjee : অভিষেকের সভার মাঝেই পকেটমারির শিকার খোদ TMC বিধায়ক! শোরগোল
পঞ্চায়েত ভোট ঘোষণা হতে এখনও ঢের বাকি। তার আগে তৃণমূলের বুথ স্তরে যে নাম উঠে এসেছে তা পরিবর্তন করে রাতারাতি অন্য নাম দেওয়া হচ্ছে বলে দাবি একাংশের। এই কারণে রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের ভাঙা মালি তৃণমূলের দলীয় কার্যালয় সামনে তৃণমূল কংগ্রেসের বেস কিছু কর্মী বিক্ষোভ জানিয়ে সাংবাদিক বৈঠক করেন।

Abhishek Banerjee : ‘BJP-র ভাঙা অডিয়ো ক্যাসেট! শোনা যায় দেখা যায় না’, ফের কেন্দ্রকে তোপ অভিষেকের
তৃণমূল কংগ্রেসের এসসি-ওবিসি সেলের রাজগঞ্জ ব্লকের ভাইস প্রেসিডেন্ট জফিরুল হক অভিযোগ করে বলেন, “আমাদের এলাকায় সাতটি বুথে আলোচনার মাধ্যমে যে নাম উঠে এসেছিল ও অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বাছাই এ ব্যালটে যে নাম পড়েছিল তা বাতিল করে দেওয়া হয়েছে শুধু মাত্র টাকার বিনিময়ে।”
তাঁর কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বাছাইয়ের কোনও নির্দেশ মানা হচ্ছে না। আমরা নির্দল হয়ে ভোটে দাড়াব বলে হুঁশিয়ারি বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের নেতাদের। আগামী দিনে এরকম চলল কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়বে বলে জানানো হয়। তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাইয়ের জন্য গ্রাম বাংলার মতামত বলে একটি কর্মসূচি শুরু করে। সেই মতামত গ্রহণ না দলীয় কর্মীদের নির্বাচনের রায় মানা হচ্ছে না বলে অভিযোগ তোলা হয়।

TMC MP Satabdi Roy : ‘হাসপাতাল থেকে নার্সিংহোমে চালান’! ‘দালালচক্রে’ সরব অন্যরাও

এদিকে তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান খগেশ্বর রায় বলেন, “প্রার্থীদের নামের কোনও তালিকা তৈরি করা হয়নি। আমাদের দলের মধ্যে আলোচনা চলছে। আমরা বুথ স্তর থেকে উঠে আসা একটা নামের তালিকা জমা দেব। সেই বিষয়েও আলোচনা হয়েছে।” পাশাপাশি, টাকার বিনিময়ে টিকিট এটা সম্পূর্ণ ভুয়ো অভিযোগ বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *