Left Congress Alliance : পঞ্চায়েতের আগে নদিয়ায় সমবায় নির্বাচনে ভরাডুবি তৃণমূলের, শাসকদলকে টেক্কা দিয়ে জয় বাম-কং জোটের – the left congress alliance won the cooperative elections in nadia


West Bengal News : ফের নদিয়ায় সমবায় নির্বাচনে জয় পেল বাম কংগ্রেস জোট। নদিয়ার তেহট্ট বিধানসভা কেন্দ্রের ধুবি নাগাদি কৃষি সমবায় সমিতির নির্বাচনে জয় পেল বামেরা। ৫৮ আসন বিশিষ্ট এই সমবায় সমিতির নির্বাচনে হেরে গিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আর এখানে জয়ী হয়েছে বাম কংগ্রেস জোট। ৩১–২৭ ব্যবধানে বামেরা পরাজিত করল শাসকদল তৃণমূল কংগ্রেসকে। দেখা যাচ্ছে, বামেরা জিতলেও তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তৃণমূল কংগ্রেস। সামান্য চারটি আসন বেশি পেয়েছে বামেরা। কিন্তু অবাক করার মতো বিষয় হল এই নির্বাচনে খাতাই খুলতে পারেনি রাজ্যের প্রধান বিরোধী দল BJP।

TMC Congress Alliance : কংগ্রেস-তৃণমূল জোট হলে? প্ল্যান বি বানাচ্ছে আলিমুদ্দিন
এখানে মোট আসন সংখ্যা ৫৮টি। আর ভোটার সংখ্যা ১,৪৭৯। সব ক’টি আসনেই প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস ও বামেরা। ভোটগ্রহণ থেকে ভোটগণনা, গোটা প্রক্রিয়া একদিনের মধ্যেই সম্পন্ন করতে হয়। সেই কারণেই রাতে আসে ফলাফল। যাতে দেখা যায় ধারে কাছে নেই প্রধান বিরোধী দল। তাঁরা কার্যত উড়ে গিয়েছে।

Uttar 24 Pargana : ফের জেলা তৃণমূলে ভাঙন, CPIM-এ যোগদান নেতা সহ ৭০ কর্মী সমর্থকের
আর হেরে গিয়েছে শাসকদল তৃণমূল। যথারীতি এই সাফল্যে উৎফুল্ল বামেরা। এই সমবায়ে জয়ী বামেদের এক প্রার্থী জানান, “আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই জয় আমাদের যথেষ্ট আত্মবিশ্বাসী করে তুলবে। সেই সঙ্গে এটাও বোঝা গেল যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে তৃণমূলের হার হবেই।

Mamata Banerjee : হাত বাড়িয়েও হাত ধরেননি মমতা, রেখেছেন শর্ত
আর বামেরাই রাজ্যের জায়গায় জায়গায় জিতবে”। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ফলাফলকে গুরুত্ব দিতে রাজি নয়। স্থানীয় এক তৃণমূল নেতা জানান, “এইসব সমবায়ের সদস্যরা সেই বাম আমল থেকেই রয়েছেন। তাঁরা বরাবর বামেদেরই ভোট দেন। আগে থেকেই সব কিছু ঠিক করে রাখে বামেরা।

Congress Meeting : একক শক্তি প্রদর্শনে শহিদ মিনারে জনসভা কংগ্রেসের
তাই এই ফল নিয়ে আমরা ভাবিত নই। সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে আছেন। আসল ভোটগুলি এলে দেখবেন তৃণমূলই সব জায়গায় জয় পাচ্ছে”। দিন কয়েক আগেই তেহট্ট সমবায় সমিতিতে ধরাশায়ী হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তেহট্টের সমবায় সমিতিতে নিরঙ্কুশ জয় পায় CPIM।

TMC Congress Alliance : মমতার জোটবার্তায় নজর রেখেও চুপই বঙ্গ বিজেপি
পলাশিপাড়ার ধোপট্ট সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনের ফল ঘোষণার পর দেখা যায়, CPIM সমর্থিত প্রার্থীরা জিতেছেন ৪৯টি আসনে। আর তৃণমূল সমর্থিত প্রার্থীরা ২০টি আসনে। এরপর ফের আজ আবার নতুন করে ধুবি নাগাদি সমবায় সমিতিতে ধরাশায়ী হল শাসক দল তৃণমূল। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে বাম কংগ্রেস জোট যে বাড়তি অক্সিজেন পাবে তা বলা যেতেই পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *