Murshidabad News : মাথায় হেলমেট নেই ! বাইক চালকদের গ্লুকোজ খাইয়ে ‘গান্ধীগিরি’ ডোমকল পুলিশের – domkal police distributing glucose to two wheeler driver for traffic rule awareness


বাইক আরোহীর মাথায় হেলমেট নেই – দেখলেই পুলিশের তেড়ে আসাটাই স্বাভাবিক দৃশ্য। সেই বাইক আরোহীকে পুলিশের ধমকানি এবং সঙ্গে উপযুক্ত জরিমানা করা হয়। ‘সেফ ড্রাইভ-সেভ লাইফ’ কর্মসূচিকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়েই প্রচার চালায় পুলিশ। এবার তীব্র গরমে হেলমেট বিহীন বাইক আরোহীদের সবক শেখাতে ‘গান্ধীগিরি’র রাস্তায় হাঁটল পুলিশ। হেলমেট না দেখলেই হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে গ্লুকোজ মিশ্রিত জল, শেখানো হচ্ছে হেলমেট তাঁর জন্য কতটা প্রয়োজন।

Murshidabad News : প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে, পুলিশের জালে ২ কুখ্যাত দুষ্কৃতী
পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার অভিনব পন্থা অবলম্বন করলেন পুলিশ কর্তারা। হেলমেট বিহীন বাইক আরোহীদের দাঁড় করিয়ে তাঁদের গ্লুকোন ডি মিশ্রীত ঠান্ডা খাইয়ে সচেতন করল ডোমকল মহকুমা পুলিশ। রাস্তায় পুলিশ কর্মীদের দেখে অনেকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কেউ এড়িয়ে যেতে পারেননি।

Murshidabad News : ফের অ্যাম্বুল্যান্স চালকের দাদাগিরি, মুর্শিদাবাদে গাড়ির ভেতরেই প্রাণ গেল মহিলার
সমলকে ঠান্ডা পানীয় পরিবেশন করেই ঠান্ডা মাথায় পথ নিরাপত্তার বার্তা দিলেন খোদ ডোমকলের এসডিপিও। ডোমকল মহকুমায় বাইক বাহিনীর দাপটের সঙ্গে পাল্লা নিয়ে বাড়ছে দুর্ঘটনা। গত একমাসে বেশ কয়েলজনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। রাস্তায় নেমেফাইন শুরু করে পুলিশ কর্মীরা। কিন্তু তাতেও বাইক বাহিনীর দাপট ঠেকানো যায়নি। এবার আর জরিমানা নয়। ঠান্ডা খাইয়ে ঠান্ডা মাথায় বোঝানো হল বাইক আরোহীদের।

Murshidabad Road Accident : বহরমপুরে পথ দুর্ঘটনায় ২ ছাত্রের মর্মান্তিক মৃত্যু, রাজ্য সড়ক অবরোধ উত্তেজিত জনতার
প্রচণ্ড গরমে হেলমেট বিহীনদের ঠান্ডা পানীয় দিয়েই বাগে আনতে নয়া কৌশল নিল পুলিশ। হেলমেট পড়ে বাইক চালানোর পাশাপাশি ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা দেওয়া হল। সোমবার দুপুর থেকে ডোমকলের এসডিও মোড়ে চলে এই অভিযান। গাড়ি চালকদেরও জল খায়ানো হয়। সবাইকে হেলমেট নায়ক আরোহীদের জন্য কতটা প্রয়োজনীয়, তাঁদের সুরক্ষার জন্য হেলমেট আবশ্যিক বলে বোঝানো হয় পুলিশের তরফে।

Murshidabad News: প্রার্থী নিয়ে ‘রাস্তায় টক্কর’! সাগরদিঘির পরও অব্যাহত গৃহযুদ্ধ!

ডোমকল এসডিপিও শেখ সামসুদ্দিন বলেন, “আজকে পথ চলতি মানুষ, চালকদের ঠান্ডা জল, গ্লুকোজ দেওয়া হচ্ছে। তাঁদের সঙ্গে গিয়ে কথা বলছিল। তাঁদেরকে বোঝানো হচ্ছে হেলমেট পড়া, ট্রাফিক রুল মেনে চলা কতোটা প্রয়োজন।” সচেতন করার পাশাপাশি, বিভিন্ন গাড়ির চালকদের প্ৰচণ্ড গরমে ঠান্ডা জল খাইয়ে তেষ্টা নিবারণের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ কর্মসূচি মাঝেমধ্যেই অভিনব পন্থা অবলম্বন করতে দেখা যায় পুলিশকে। এদিনের পুলিশের এই ব্যবস্থা খুশি অনেক চালাকই। এক গাড়ির চালক বলেন, “আমাদের এসে জল খাওয়া হচ্ছে। এর জন্য পুলিশকে ধন্যবাদ। তাছাড়া ট্রাফিক আইন মেনে চলার কথা বলা হচ্ছে। এভাবে এই রুটে যদি দুর্ঘটনা কমে তাহলে তো সকলেরই ভালো।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *