সাইকেল চালিয়ে হঠাৎ থানায় হানা দিলেন জঙ্গিপুর পুলিশ সুপার। কেমন চলছে থানা ? কর্মীরাই বা কে কী করছেন? পুলিশ সুপারের সাইকেল নিয়ে আচমকা হানায় হকচকিয়ে গেলেন থানার কর্তারা। জঙ্গিপুর পুলিশ সুপারের তৎপরতায় অবাক পুলিশ আধিকারিকরা।
এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে এবং পুলিশের কর্মতৎপরতা ও নজরদারির পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে সাইকেল চালিয়ে থানায় থানায় ভিজিট করছেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী। আগামী দিনেও এরকম একাধিক থানায় তিনি সারপ্রাইজ ভিজিট করতে পারেন বলে জানানো হয়।
সোমবার সন্ধ্যায় জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানায় হঠাৎ হানা দেন পুলিশ সুপার। তবে পুলিশের পোশাকে নয়। সাধারণ পোশাকে (সিভিল ড্রেসে) প্রায় ৩৫ কিলোমিটার এলাকা সাইকেল চালিয়ে পুলিশ সুপারের থানায় ভিজিট কার্যত নজিরবিহীন। প্রথমে বিষয়টি বুঝতে পারেননি অনেকেই। পুলিশ সুপার স্বয়ং থানায় এসেছেন বুঝতে পেরে তখন চোখ কপালে ওঠার জোগাড় পুলিশ কর্মীদের।
সাইকেল চালিয়ে হঠাৎ থানায় এসপির আগমনকে ঘিরে কার্যত হুলুস্থুল কাণ্ড তৈরি হয়। অবাক হয়ে যান উপস্থিত পুলিশ কর্মীরা। এদিন এসপি ভিজি সতীশ থানায় ভিজিট করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন। চায়ের দোকানে গিয়েও যুব সমাজ সহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে জনসংযোগ করেন।
দোকানে বসেই চা খান পুলিশ সুপার। এদিকে সাইকেল চালিয়ে পুলিশের কাজ খতিয়ে দেখতে এবং এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ সুপারের হঠায় থানায় থানায় ভিজিট নিয়ে খুশি আমজনতাও। জঙ্গিপুরের পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী বলেন, ” এলাকার অবস্থা কেমন দেখার জন্যেই সাইকেল নিয়ে বেড়িয়েছি। সাধারণ মানুষের সঙ্গে দেখা করছি, কথা বলছি। খুবই ভালো লাগলো।”
সাধারণ মানুষকে নিরাপত্তা প্রদান নিয়ে আশ্বাস দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলার কোনওরকম অবনতি হলে মানুষকে বিনা দ্বিধায় পুলিশের দ্বারস্থ হওয়ার জন্য আর্জি জানান তিনি। পুলিশেরও নিয়ম নীতি মেনে কাজ করা উচিত বলেও জানান তিনি। পুলিশ সুপারের সঙ্গে কথা বলতে পেরে এবং একাধিক অভিযোগ জানাতে পেরে খুশি এলাকাবাসীও।