Puri Howrah Vande Bharat Express: নরকযন্ত্রণা! ঝড়ে বিধ্বস্ত পুরী-হাওড়া বন্দে ভারত পৌঁছল সাড়ে ৬ ঘণ্টা দেরিতে, ক্ষুব্ধ যাত্রীরা – puri howrah vande bharat express reached destination more than 5 hrs late


যাত্রা দ্বিতীয় দিনেই মাথায় পড়ল বাজ। ঝড় বৃষ্টিতে ওভারহেড প্যান্ট্রোগ্রাফ ভেঙেও ক্ষতিগ্রস্থ সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত। হাওড়া পুরী বন্দে ভারত ট্রেন চালুর দ্বিতীয় দিনেই প্রাকৃতিক বিপর্যয়ে ব্যাহত বন্দে ভারতের দৌড়। পুরী থেকে ফেরার পথে ওড়িশার ভদ্রকের কাছে আটকে পড়া বন্দে ভারত এক্সপ্রেস প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর পৌঁছল হাওড়ায়। ঝড়ে বিধ্বস্ত ট্রেনের ভিতরে নরক যন্ত্রণা যাত্রীদের। হাওড়ায় পা দিয়েই রেলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীদের একাংশ।প্রথম দিনের যাত্রা নির্বিঘ্নে কাটলেও দ্বিতীয় দিনেই থমকাল গতি। রবিবার বিকেলে পুরী থেকে ফেরার পথে ওডিশায় বৈতরণী নদী ব্রিজের উপর প্রাকৃতিক বিপর্যয়ের শিকার পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। প্রবল ঝড়ে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। একইসঙ্গে ট্রেনের উপর বাজ পড়ারও তত্ত্ব সামনে আসে। ঝড়ের দাপটে ট্রেনের ওভারহেড তারে গাছ পড়ে গিয়ে ভেঙে যায় ট্রেনের প্যান্টরোগ্রাফ। ওডিশার বৈতরণী ব্রিজের ওপর দাঁড়িয়ে যায় বন্দে ভারত এক্সপ্রেস। এরপর প্রায় চার ঘন্টা পরে ডিজেল ইঞ্জিন এনে তা ট্রেনের সঙ্গে জুড়ে আনা হয় হাওড়ায়।

Howrah Puri Vande Bharat : ওডিশায় দুর্ঘটনার কবলে হাওড়া-পুরী বন্দে ভারত, সোমবার ট্রেন বাতিলের ঘোষণা

প্রায় রাত তিনটে নাগাদ হাওড়ায় পৌঁছনোর পর বিধ্বস্ত যাত্রীরা ক্ষোভ উগরে দেন। ওই ট্রেনে সওয়া মনীশ কুন্ডু বলেন, ”হঠাৎ একটা বিকট শব্দ। দুবার দপদপ করে লাইট, এসি সব বন্ধ হয়ে গেল। এই দীর্ঘ সময় ট্রেনের কোনও এসি কাজ করেনি। জানলা খোলার ব্যবস্থা না থাকায় একেবারে অন্ধকূপ। বাথরুমের কথা না বলাই ভালো। অটোমেটেড হওয়ায় বাথরুমগুলো এতো খারাপ অবস্থায় ছিল দুপুরের পর থেকে আর ব্যবহার করা যায়নি, এতটাই নোংরা ছিল সেগুলি। ”

Howrah Puri Vande Bharat: যাত্রার দ্বিতীয় দিনেই হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে বিপত্তি!

প্রবল গরমে ট্রেনে অসুস্থ হয়ে পড়ার অবস্থা হয় শিশু থেকে বৃদ্ধ-বৃদ্ধাদের। খাবার নিয়েও রেলের বিরুদ্ধে ক্ষোভ যাত্রীদের। কারও অভিযোগ, লাঞ্চের পর সেভাবে কিছুই দেওয়া হয়নি। কেউ আবার জানালেন, ”চরণামৃতের মতো চা বিস্কুটটুকু জুটেছিল। আর রাতের খাবার হিসেবে ভেজ নন-ভেজের কোনও ব্যাপার নেই। শুধু একটা বিস্বাদ খিচুড়ি দেওয়া হয়েছিল।”

যাত্রীদের সিংহভাগ রেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেও একাংশ মানছেন প্রাকৃতিক বিপর্যয়ে কারও হাত নেই। অভিষেক ভক্ত বলেন, ”এই ঘটনাটা যেকোনও ট্রেনে যেকোনও দিনই হতে পারত। কারও হাত নেই। রেলকে ধন্যবাদ এর মধ্যেও সামান্য হলেও তারা খাবার ও জল যাত্রীদের দিয়েছেন। নইলে এতটা সময় কাটানো অসম্ভব ছিল।”

Puri Howrah Vande Bharat : ‘হঠাৎ বিকট একটা আওয়াজ তারপর…’, হাওড়া-পুরী বন্দে ভারতের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন সৈকত

রবিবারের ঘটনার জেরে বিধ্বস্ত হাওড়া পুরী বন্দে ভারত রেক। এর জেরে সোমবার বাতিল করা হয়েছে হাওড়া-পুরী বন্দে ভারত। পাইলট কারের উইন্ড স্ক্রিন সহ ক্ষতিগ্রস্থ কামরার কাচও। সেগুলি মেরামতির জন্যই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *