‘অভিষেক বাঁকুড়া লোকসভা কেন্দ্রে দাঁড়ান, আপনাকে হারাব’, চ্যালেঞ্জ সৌমিত্রর


সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভা ভোটে হারানোর চ্যালেঞ্জ করলেন বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁ। সোমবার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মন্তব্যের পালটা জবাবে এই চ্যালেঞ্জ বিজেপি নেতার। সোমবার রাতে বিষ্ণুপুর তুর্কির মাঠে দলের ‘নবজোয়ার’ কর্মসূচীর ‘অধিবেশনে’ একটি প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সেকেণ্ড ইন কমাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জিজ্ঞেস করেন, ”গত চার বছরে বাঁকুড়ার দুই বিজেপি সাংসদ সুভাষ সরকার ও সৌমিত্র খাঁয়ের উদ্যোগে কি মিটিং হয়েছে?” ওই সভায় তিনি চ্যালেঞ্জ করে আরও বলেন, এই চার বছরে কোনও মন্ত্রী বা উচ্চ পদস্থ আধিকারিক এসে এখানে উন্নয়নমূলক মিটিং করেছেন প্রমাণ করতে পারলে তিন আর বাঁকুড়ার মাটিতে পা রাখবেন না।

Abhishek Banerjee: ‘পূর্ব বর্ধমানে ১৬ আর বাঁকুড়ায় ১২-এ মাত্র ৪ কেন?’, নবজোয়ারের জনসভাতেই অভিষেকের নিশানায় স্থানীয় নেতৃত্ব

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্যের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তীব্র প্রতিক্রিয়া দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। মঙ্গলবার তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘চ্যালেঞ্জ করে বলেন, ”আপনি বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী হোন, বাঁকুড়াতে আপনাকে হারাব আর বিষ্ণুপুরে আপনার যে প্রার্থী হবে তাকে তিন লাখের বেশী ভোটে হারাব। আপনার মতো আমরা বিজেপি সাংসদরা তাঁবু খাটিয়ে বিলাসিতা করতে আসিনি, আমরা সম্মিলীতভাবে মানুষের জন্য কাজ করি।” চোর আর তোলাবাজকে তৃণমূল কর্মীরা নেতা মানছে এটা লজ্জার বিষয়’ বলেও তিনি দাবি করেন।

Abhishek Banerjee : ‘সিপিএম নিজেই ভোট পায় না…’, ২০১৯-এ বামের ভোট রামে যাওয়া নিয়ে বিস্ফোরক অভিষেক

বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার এপ্রসঙ্গে বলতে গিয়ে বলেন, ”অভিষেক ‘অবান্তর বকছেন।” ওঁরা ‘চোখে ঠুলি আর কানে বধির’ বলে দাবি করেন তিনি। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, বাঁকুড়া জেলায় অসংখ্য মিটিং হয়েছে। কিন্তু শুধু ‘মিটিং করে তো উন্নতি হয় না’, বামেদের ৩৪ আর তৃণমূলের ১২ বছরে যা হয়নি তাঁর উদ্যোগে তা হয়েছে বলে দাবি সাংসদ সৌমিত্র খাঁয়ের। বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গা হল্ট স্টেশন, বাঁকুড় মশাগ্রাম রেল লাইনে বিদ্যুৎ সংযোগ সহ অসংখ্য কাজ হয়েছে বলে তিনি দাবি করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *