Hooghly News : মাইক বাজানোকে ঘিরে অশান্তি, স্থানীয়দের অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জে রণক্ষেত্র পুরশুড়া! – locals blocked the road in arambagh for playing the mic


West Bengal News : মাইক বাজানোকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল আরামবাগ মহকুমার পুরশুড়ার সোদপুর এলাকায়। এর জেরে স্থানীয়রা পথ অবরোধ করেন ও তা তুলতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। যার জেরে সকাল থেকেই উত্তেজনা ছড়াল সোদপুর বাসস্ট্যান্ড এলাকায়। জানা গিয়েছে, গত সোমবার স্থানীয় এলাকায় একটি পুজোয় মাইক বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পুরশুড়াতে। পুলিশ রাতে ওই এলাকায় হানা দিয়ে মাইক সেটগুলি আটক করে। এরই প্রতিবাদে এদিন সকালে আরামবাগ চাঁপাডাঙা রাস্তার সোদপুর বাসস্ট্যান্ডে রাস্তার উপর কাঠের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা।

Bankura Sammilani Medical College : হাসপাতাল চত্বরে মাইক নিয়ে বিক্ষোভ প্রদর্শন, বিতর্কে বাঁকুড়ার BJP বিধায়ক
অবরোধকারীদের অভিযোগ, নিয়মমতো মাইক বাজানো হচ্ছিল। পুলিশ কোনও কারণ ছাড়াই মাইক তুলে নিয়ে যায়। এই বিষয়ে সোদপুর গ্রামের পুজো কমিটির একজন সদস্য জানান, “নিয়ম মতোই মাইক বাজানো হবে পুজোয়। কমিটির পক্ষ থেকে নিষেধ করা সত্ত্বেও গ্রামের ছেলেরা পথ অবরোধ করে।

Madhyamik 2023 : মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তৃণমূলের অনুষ্ঠানে মাইক বাজানোর অভিযোগ, সমালোচনা BJP-র
পুজোর জন্য প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে। কিন্তু মাইক বাজানোর আগেই মেশিন ও মাইক আটক করা হয়। তারই প্রতিবাদে পথ অবরোধ করে ছেলেরা। তবে মাইক নিয়ন্ত্রণেই বাজানো হবে”। এদিকে অবরোধের জেরে তীব্র যানযটের সৃষ্টি হলে অবশেষে লাঠিচার্জ শুরু করে পুলিশ।

অবরোধকারীদের এলাকা থেকে হটিয়ে দেয়। এই বিষয়ে আরামবাগের এসডিপিও অভিষেক মণ্ডল জানান, “সোমবার রাতে সোদপুরে ডিজে বক্স বাজানোর জন্য রাস্তার ধারে বক্সসহ মাইক সেট বসানো হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নেয়। ডিজে বক্স ও মাইক আটক করা হয়।

আজানের সময় বাজানো যাবে না হনুমান চালিশা, মহারাষ্ট্রে বড় ঘোষণা
কিন্তু সকালে ওই এলাকার ছেলেরা পথ অবরোধ করে। পুলিশের পক্ষ থেকে বার বার অবরোধ তুলে নেওয়ার কথা বলা হলেও তারা তোলেনি। তাই পুলিশের পক্ষ থেকে অবরোধ তুলে দেওয়া হয়”। স্থানীয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষের দাবি, ডিজে বক্স কোনও মতেই বাজানো উচিত নয়।

এই ডিজে বক্স বাজানো হলে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। এমনকি বহু মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। তাই ডিজে বক্স বাজানো একেবারে বন্ধ করা প্রয়োজন। তবে ওই এলাকার স্থানীয় মানুষের অবরোধের জেরে রাস্তায় আটকে পড়া বহু বাসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সমস্যায় পড়েন।

প্রচণ্ড গরমে অসুস্থ বোধ করে তারা। তাই পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহন করে অবরোধ তুলে দেয়। সবমিলিয়ে আরামবাগের পুড়শুড়া ব্লকের সোদপুরে পথ অবরোধের জেরে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *