Malda Fire: পাঁচ ঘণ্টা পরও জ্বলছে ইংরেজবাজারে বাজির দোকান, বাড়ল মৃতের সংখ্যা – malda fire cracker shop fire still not solved one more person found dead


রাজ্যের কোণায় কোণায় বাজি বিস্ফোরণে দুর্ঘটনা। রবিবার বজবজ, সোমবার দুবরাজপুর এবার মঙ্গলে মালদা ইংরেজবাজার। এদিন সকালে ইংরেজবাজারের রথবাড়ি এলাকার নেতাজি পুর বাজারের একটি বাজির দোকানে বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২। ইতিমধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার কিছুক্ষণ পর আরও একজনের মৃতদেহ মার্কেটের ভিতর থেকে উদ্ধার করা হয়।পাঁচ ঘণ্টা পরেও দাউ দাউ করে জ্বলছে আগুন। স্থানীয়দের দাবি, ওই বাজি দোকানে বিপুল পরিমাণ বাজি মজুত করা ছিল। দমকলকর্মীরাও সেই একই দাবিতে শিলমোহর দিয়েছেন। সকাল ছটায় নজরে আসা আগুন পাঁচ ঘণ্টা ধরে এখন জ্বলছে। দমকলের ইঞ্জিনের সংখ্যাও বাড়ানো হয়েছে। দমকলকর্মীরা লাগাতার জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন , কিন্তু দোকানে বিস্ফোরক পদার্থের উপস্থিতির কারণে পকেট ফায়ার থেকে নতুন করে ছড়াচ্ছে আগুন।

Malda News: বজবজের পর এবার মালদা! সাত সকালে বাজির দোকানে বিস্ফোরণ, ভয়াবহ আগুনে মৃত ২

এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত আগুন না নিভলেও দমকলকর্মীর আশ্বস্ত করেছেন আগুন আপাতত নিয়ন্ত্রণে। নতুন করে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। ভিতরে আরও কেউ আটকে আছে কিনা তাও বোঝার চেষ্টা করছেন দমকলকর্মীরা।

Budge Budge Blast : পুলিশি অভিযান অব্যাহত, বেলঘড়িয়া থেকে উদ্ধার ১০০ কেজি নিষিদ্ধ বাজি

তবে ইংরেজবাজারের সব থেকে বড় বাজারে, পুরসভার নাকের ডগায় এমন ঘিঞ্জি জায়গায় কীভাবে বাজির দোকানের অনুমতি মিলল তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। দোকানে বাজি মজুত রাখার সীমা মেনেই কী বাজি ও বিস্ফোরক রাখা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে কীভাবে লাগল আগুন তা এখনও স্পষ্ট নয়। এদিন সকালে ওই বাজির দোকানে প্রথম বিস্ফোরণ ঘটে। তারপরই একের পর এক বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এসে দেখেন দাউ দাউ করে জ্বলছে বাজির ওই দোকান আর ভিতরে ফাটছে একের পর এক বিস্ফোরক।

Budge Budge Blast: বজবজে বিস্ফোরণের পর এলাকা থেকে ২০ কেজি বিস্ফোরক উদ্ধার, স্থানীয়দের বিক্ষোভের মাঝেই গ্রেফতার ৩৪

অন্যদিকে, এগরা বজবজ কাণ্ডের পর তৎপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট । সোমবার রাতে বেলঘড়িয়া থানা এলাকার বিবেকানন্দ নগর অঞ্চল থেকে প্রায় একশো কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয় । এই ঘটনায় অভিযুক্ত টিঙ্কু মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ । একইসঙ্গে রহড়া থানা এলাকার বলাগড় রায় রায়পাড়া অঞ্চল থেকে প্রায় ৫০০ কেজি বাজি উদ্ধার রহড়া থানার । এই ঘটনায় সাহেব রায় নামে ২৩ বছরের এক যুবককে গ্রেফতার করেছে রহড়া থানার পুলিশ ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *