Murshidabad TMC Rally : জীবনের এলাকায় উলটপুরাণ, তৃণমূলের মিছিলে BJP-র পতাকা হাতে ব্যক্তি! শোরগোল জেলা জুড়ে – a man walks with a bjp flag in his hand during a trinamool procession in murshidabad


West Bengal News : এ যেন এক দুর্লভ ছবি। এমন ছবি পশ্চিমবঙ্গ কেন, দেশের কোনও জায়গাতেই দেখা পাওয়া দুষ্কর। এক দলের মিছিলে আরেক দলের পতাকা নিয়ে হাঁটা! এক চরম দুঃসাহস বলা যায়। তৃণমূলের মিছিলে একজন হাঁটছেন BJP-র পতাকা হাতে! এই ছবি ধরা পড়তেই শোরগোল পড়ে গিয়েছে মুর্শিদাবাদ জেলার বড়ঞায়। যদিও ওই ব্যক্তি ‘মানসিক ভারসাম্যহীন’ তকমা দিয়ে দায় এড়িয়েছেন রাজ্যের শাসক দলের নেতারা। আর এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই কার্যত মুখ লুকোতে শুরু করেছে তৃণমূল বাহিনী।

Abhishek Banerjee : নবজোয়ার কর্মসূচিতে অভিষেকের সফরের আগেই বিপত্তি! বাঁকুড়ায় ছিঁড়ে ফেলা হল পোস্টার
ঘাসফুল শিবিরের মিছিলে পদ্ম ছাপের পতাকা হাতে এক ব্যক্তি। ভিডিয়ো প্রকাশ পেতেই ভাইরাল হল সোশাল মিডিয়ায়। তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় হলদিয়া ফরাক্কা রাজ্য সড়কের কুলি হতে ফুঁটিসাঁকো রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। সেই কারনে রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে একটি বিশাল মিছিল বের হয় বড়ঞা থানার করালিতলা থেকে।

Murshidabad TMC : ‘চোর বললে মেরে মাটির তলায়…’, তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক সামশেরগঞ্জে
তাতে ছিলেন তৃণমূলের জেলা সভানেত্রী শাওনি সিংহ রায়, জেলা পরিষদের সভাধিপতি সামসুজোহা বিশ্বাস, খড়গ্রাম ও ভরতপুরের বিধায়ক আশিস মার্জিত, হুমায়ুন কবীর। বাহাদুরপুর পর্যন্ত মিছিলে পা মেলান বহু সমর্থক। সেই মিছিলের ঠিক মাঝ বরাবর হঠাৎই হাজারো তৃনমূলের পতাকার মাঝে ক্যামেরায় উঠে আসে BJP-র পতাকা।

Abhishek Banerjee : অভিষেকের নবজোয়ার শেষ হতেই গোষ্ঠীদ্বন্দ্ব জামুড়িয়ায়! ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ
কর্মীরা প্রথমে কেউ লক্ষ্য না করলেও সংবাদ মাধ্যমদের ক্যামেরাবন্দি হতেই তড়িঘড়ি সেই ব্যক্তিকে কয়েকজন মিলে মিছিল থেকে বের করে দেন। এই ঘটনায় রীতিমত শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। তবে প্রশ্ন উঠছে কি উদ্দেশ্যে কেনই বা ওই যুবক তৃণমূলের মিছিলে BJP-র পতাকা নিয়ে এসেছিল?

Bengal BJP : নবজোয়ার কর্মসূচিতে দুর্গাপুরে অভিষেক, ঝাঁটা-গঙ্গাজলে শহর ‘শুদ্ধিকরণের’ কর্মসূচি BJP-র
এই বিষয়ে বড়ঞা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মাহে আলম জানান, “বিষয়টি নিয়ে জলঘোলা হওয়ার মতো কিছু নেই। মানুষের ঢল প্রমান করেছে বড়ঞা ব্লক তৃণমূলের শক্ত ঘাঁটি। যে ব্যক্তির কথা উঠে আসছে তিনি মানসিক ভারসাম্যহীন। মিছিল দেখে কোনও জায়গা থেকে পতাকা পেয়ে হাতে নিয়ে ঢুকে পড়েছেন”।

এই বিষয়ে কান্দির BJP মুখপাত্র বিনিতা রায় জানান, “জোর করে মানুষকে প্রলোভন দেখিয়ে মিছিলে নিয়ে আসে তৃণমূল। তাতে মানুষের অন্তরে যেটা আছে সেটা তো কাড়তে পারবে না। ওই ব্যক্তি BJP-কে ভালোবাসে তাই সে BJP-র র পতাকা হাতে ঢুকে পড়েছিল মিছিলে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *