Nadia firecracker seize news : দোকানে মিলেছে ১৭ কেজি বাজি, নদিয়ায় গ্রেফতার প্রাথমিক স্কুলের শিক্ষক – primary teacher arrested for stocking illegal firecrackers by nadia police


বাজি নিয়ে রাজ্যে হুলুস্থুল হওয়ার মাঝে এবার প্রচুর বাজি মজুত রাখার অপরাধে গ্রেফতার হলেন একজন প্রাথমিক শিক্ষক। নদিয়া থেকে এক প্রাথমিক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে খবর। শিক্ষকতার পাশাপাশি তিনি বাজির দোকান চালাতেন বলে জানা গিয়েছে।

Nadia News : এগরা বিস্ফোরণের জের, নদিয়ায় উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি
পুলিশ সূত্রে খবর, ১৭ কেজি বাজি মজুদ রাখার অপরাধে গ্রেফতার করা হয়েছে ওই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে। সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ মাজদিয়ায় এক দোকানে হানা দেয়। হানা দিয়ে উদ্ধার হয় ১৭ কেজি ৫০০ গ্রাম বাজি। ওই শিক্ষকের নাম প্রশান্ত অধিকারী।
জেলার রাজনৈতিক মহলে শিক্ষক গ্রেফতার হওয়ায় শোরগোল পড়ে যায়। জানা গিয়েছে, মাজদিয়ার সুধির রঞ্জন লাহিড় মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ২০০৯ সালের জিএস ছিলেন এই প্রশান্ত অধিকারী ।

Egra Firecracker Factory Blast : ভানুর কারখানায় হদিশ মিলল গোপন কুঠুরির, ব্যবসায় জামাইয়েরও শেয়ার?
এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভদীপ সরকার এ কথা স্বীকার করে নেন। পাশাপাশি তিনি বলেন, “এখন তিনি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হলেও তাঁকে বিজেপির সমর্থক হিসেবে দেখা যায়। শুভেন্দু অধিকারীর বিভিন্ন পোস্ট সোশ্যাল মিডিয়া করতে।”
তবে একজন শিক্ষক হয়ে কী করে তিনি বেআইনি বাজি মজুদ রেখেছিল? তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। সোমবার রাতে প্রশান্ত অধিকারীকে বাজি রাখার অপরাধে গ্রেফতার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। আজ অভিযুক্ত শিক্ষক তথা প্রাক্তন তৃণমূলের জিএসকে আদালতে পাঠায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

Nadia News : বিচ্ছেদের পরেও জোরপূর্বক প্রাক্তন স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা! অমতে ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ
এগরা কাণ্ডের পর একের পর এক জেলায় নিষিদ্ধ বাজি উদ্ধারে নেমেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। নদিয়া জেলাতেও একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। নদিয়ার বেশ কিছু জায়গা থেকে প্রচুর পরিমাণে বাজি উদ্ধার করা হয়।
নদিয়া জেলার কৃষ্ণনগরের কালিনগরের একটি গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ বাজি উদ্ধার হয়। কৃষ্ণনগর থেকে উদ্ধার করা হয় আড়াই কুইন্টাল বাজি। সোমবার রাজে গোপন সূত্রে ওই গুদামে বাজি মজুত থাকার খবর পায় পুলিশ। তাতে রাতেই গুদামে হানা দেয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। সেখানেই থেকেই এত পরিমাণ বাজি উদ্ধার করা হয়।

Budge Budge Blast : বিপুল বাজি বাজেয়াপ্ত! বজবজে ‘পথে’ ব্যবসায়ীরা!

এগরা থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থেকেও প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়। ধরপাকড় চলে প্রতিটা জেলাতেই। এর মাঝেই এক প্রাথমিক শিক্ষকের দোকান থেকে বাজি উদ্ধার হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে জেলায়। আগামী দিনে বাজির বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *