Nadia News : মৎস্যজীবীর জালে পেল্লাই সাইজের কাতলা মাছ! দাম কত উঠল জানেন? – a fisherman in nadia caught a huge katla fish


West Bengal News : এক মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিরাট আকৃতির মাছ, যার ওজন প্রায় ৩০ থেকে ৩৫ কেজি। আর এই মাছ দেখার জন্য কাতারে কাতারে ভিড় জমে গেল মানুষের। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর গবার চর এলাকার ভাগীরথী নদীতে। জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় মৎস্যজীবী গৌতম বিশ্বাস ভাগীরথী নদীতে জাল পেতেছিলেন মাছ ধরার জন্য। জালে প্রথমে একটি ১০ থেকে ১২ কেজি ওজনের মাছ ধরা পড়ে। পরবর্তীতে দেখা যায় আরও একটি বিশাল আকৃতির মাছ জালে ধরা পড়েছে, যার আনুমানিক ওজন ৩০ থেকে ৩৫ কেজি।

Purba Medinipur : নদী-সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ! আকাশছোঁয়া দামে রীতিমতো হাত পুড়ছে মধ্যবিত্তের
দেখামাত্রই চক্ষু চড়ক গাছ হয়ে যায় মৎস্যজীবী গৌতম বিশ্বাসের। খবর ছড়াতেই বিশাল আকৃতি মাছটিকে দেখার জন্য অসংখ্য মানুষের ভিড় হয়। তবে অনেকেই মাছটি কেনার জন্য আগ্রহী প্রকাশ করে এবং একে একে দামও দেন। এদিকে মৎস্যজীবী গৌতম বিশ্বাসের দাবি, সাড়ে পাঁচশো টাকা কেজি দর হলেই মাছটি তিনি বিক্রি করবেন।

Digha Beach: ৩ বছর বাদে দিঘায় ২০০ কেজির সামুদ্রিক কই, বিরল মাছ দেখতে ভিড় মোহনায়
যদিও কুড়ি হাজার টাকা মূল্যের মাছটি এখন শুধু বিক্রির অপেক্ষায় রয়েছে মৎস্যজীবী গৌতম বিশ্বাস। তবে এর আগে ভাগীরথী নদী থেকে বিশাল আকৃতির মাছ ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে। কিন্তু ৩৫ কেজি ওজনের কাতলা মাছ আগে কখনও দেখা যায়নি বলে জানিয়েছেন ভাগীরথী নদীতে মাছ ধরা মৎস্যজীবীরা।

Bhola Fish : রাতারাতি ভাগ্য বদল ৪ মৎস্যজীবীর, জালে উঠল তেলিয়া ভোলা
এই বিষয়ে গৌতম বিশ্বাস বলেন, “মৎস্যজীবী হিসেবে আজ থেকে না, সেই বহুকাল থেকেই এই কাজ করছি। কিন্তু কোনোদিন এত বড় কাতলা মাছ জালে ফেঁসে যেতে দেখিনি। আজকেও যখন প্রথমে একটি ১২ কেজির মাছ উঠে এল, তখনও বুঝতে পারিনি যে এরকম একটি ঘটনা ঘটতে পারে। আমার জীবনে এমন ঘটনা প্রথম”।

Digha Fish Price: মৎস্যজীবীদের জালে বিশালকৃতির তেলিয়া ভোলা মাছ, দাম শুনে চক্ষু চড়কগাছ!
এবার এই মাছটি কে বা কারা এসে কিনে নিয়ে যান, সেই অপেক্ষাতেই রয়েছেন সকলে। এর আগে তিন মাস আগে মালদা জেলার মানিকচক থানার অন্তর্গত মনিহারি এলাকায় গঙ্গায় জাল ফেলতে বিশালাকৃতির বাঘার মাছ উঠে আসে।

Malda News: বাজারে এল ‘দৈত্য’, দেখতে ছুটল সকলে!

আড়ে বহরে তো কম ছিলই না, ওজনও ছিল প্রায় ৯১ কেজি। এই হাত, ওই হাত ঘুরে শেষে নেতাজি পুরবাজার মাছের আড়তে এসে ওঠে মাছটি। এক পাইকারি মাছ ব্যবসায়ী নগদ ৩০ হাজার টাকা দিয়ে সেটি কিনে আনেন। মাছটিকে দেখতে উপচে পড়ে ভিড়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *