North 24 Parganas News : দিনমজুরের অ্যাকাউন্টে রয়েছে ১০০ কোটি টাকা ! হুলুস্থুল কাণ্ড দেগঙ্গায় – hundred crore rupees credited in a daily labour account at deganga


১০০ কোটি! নিজের ব্যাংক অ্যাকাউন্ট- এ এত পরিমাণ টাকা দেখে মূর্ছা যাওয়ার অবস্থা এক দিন মজুরের। সেই দিন মজুরের কাছে চিঠি পাঠিয়েছে সাইবার শাখার পুলিশ। নোটিশ পেয়ে ঘুম উড়েছে ওই দিনমজুর ও তার পরিবারের লোকজনদের। ঘটনা উত্তর ২৪ পরগনা দেগঙ্গা থানার বাসুদেবপুর গ্রামে। এখন কী করণীয় ? দিশা খুঁজে পাচ্ছেন না গ্রামের দিনমজুর নাসিরুল্লাহ।

Road Accident : অটো-মুরগি বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, সোদপুরে জখম ৪
স্থানীয় সূত্র জানা গিয়েছে, গত বৃহস্পতিবার দেগঙ্গা থানা থেকে একটি নোটিশ দেওয়া হয় নাসিরুল্লাহকে। যে নোটিশে লেখা আছে জঙ্গিপুর জেলা পুলিশের অধীন রঘুনাথগঞ্জ থানায় নাসরুল্লাহর নামে একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে কি অভিযোগ তা নোটিসে লেখা নেই। আগামী ৩০ তারিখ সমস্ত কাগজপত্র নিয়ে থানায় দেখা করার কথা বলা হয়েছে নাসিরুল্লাহকে।

Dilip Ghosh : ‘দিদির সুরক্ষা কবচই উঠে গিয়েছে, আর অভিষেকের…’, বিস্ফোরক দিলীপ
নোটিশ পাওয়ার পর কার্যত রাতের ঘুম উড়ে গিয়েছে তাঁর। খোঁজখবর নিয়ে নাসিরুল্লাহ জানতে পারে তার ব্যাংক অ্যাকাউন্টে একশো কোটি টাকা ঢুকেছে। গুগল পে একাউন্টে ১০০ কোটি টাকার ব্যালেন্স দেখাচ্ছে।
তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা জমা হয়েছে জানার পরেই মঙ্গলবার ব্যাংকে যান নাসিরুল্লাহ। তাঁর দাবি, ব্যাংক ম্যানেজার অ্যাকাউন্ট চেক করার পর বলেন তার অ্যাকাউন্টে মাত্র ১৭ টাকা আছে। তবে তবে গুগল পেতে তার অ্যাকাউন্টে কেন ১০০ কটি টাকা ব্যালেন্স দেখাচ্ছে জানতে চাইলে ব্যাংক ম্যানেজার ফের তার অ্যাকাউন্ট চেক করেন। দেখা যায়, তার ব্যাংক অ্যাকাউন্টটি লক করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আর কোনও তথ্য দেওয়া যাবে না।

Dakshin 24 Pargana : রাজ্যে ৬ দিনে ৩ ভয়াবহ বিস্ফোরণ! চম্পাহাটিতে ২ মাস বাজি বিক্রিতে নিষেধাজ্ঞা পুলিশের
নাসির উল্লাহ বলেন, “ওই টাকা আমার নয়। ভুল করে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আমি চাই অবিলম্বে আমার অ্যাকাউন্ট থেকে ওই টাকা সরিয়ে নেওয়া হোক।” নাসরুল্লাহর দাদা বলেন, ” আমার ভাই আম বাগানে কাজ করে। দিনমজুরের কাজ করে। এত টাকা ও কোথায় পাবে। কোনওভাবে ভুল করে ওঁর অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গিয়েছে।”

North 24 Parganas: দেড় কোটি প্রতারণা করে পলাতক জালিয়াত দম্পতি!

গোটা বিষয়টি দেগঙ্গা থানার পুলিশ তদন্ত করে দেখছে বলে জানা গিয়েছে। কীভাবে ওই দিন মজুরের অ্যাকাউন্টে টাকা ঢুকলো তা তদন্ত করে দেখছে সাইবার অপরাধ দমনে শাখার পুলিশ। অনলাইন ট্রানসাকশান ভুল হওয়ার কারণে এরকম বিপত্তি ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে টাকা যতদিন না পর্যন্ত সঠিক মানুষের হাতে যাচ্ছে, ততদিন রাতে ঘুম নেই ওই দিনমজুরের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *