Partha Chatterjee : নৈশালোকে ফুটবলেও দর্শকাসনে নেই পার্থ! – partha chatterjee was not seen in the audience when a football match was organized in the presidency jail


এই সময়: নৈশালোকে ফুটবল! তাও আবার গরাদের ও-পারে! সোমবার এমনই ব্যতিক্রমী চিত্র প্রেসিডেন্সি সংশোধনাগারে। তাতে একদিকে জেলবন্দিদের নিয়ে গড়া ‘সুপার একাদশ’, উল্টোদিকে কারারক্ষী ও জেলের আধিকারিকদের নিয়ে তৈরি ‘এডিজি একাদশ’। তবে সেই সান্ধ্য ফুটবল প্রতিযোগিতাতেও ব্রাত্যই রইলেন ওই সংশোধনাগারে বন্দি পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মানিক ভট্টাচার্য বা শিক্ষা দপ্তরের প্রাক্তন কর্তাব্যক্তিরা। জেল সূত্রের খবর, সংশোধনাগারের ভিতরের একটি পুকুরকেই মেক-শিফট স্টেডিয়াম তথা গ্যালারি হিসাবে তৈরি করা হয়েছে।

Presidency Jail : প্রেসিডেন্সির সুপারের বিরুদ্ধ বিভাগীয় তদন্ত
স্বাধীনতা আন্দোলনের দুই শহিদ কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বসুর স্মৃতিতে এর নাম দেওয়া হয়েছে ‘কানাই-সত্যেন ক্রীড়াঙ্গন’। এদিন তারই উদ্বোধনে এসেছিলেন এডিজি (কারা) সঞ্জয় সিং। তারপর রাতে শুরু হয় ফুটবল ম্যাচ। সেখানে ভোলা চট্টোপাধ্যায়, অমিত দাস, সাদ্দাম হোসেন, ইন্দর সর্দারদের মতো বিভিন্ন অভিযোগে জেলবন্দিদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় এডিজি একাদশের মনোরাজ পাল, জিয়াউল হক, সঞ্জয় সরকার, শুভদীপ মুখোপাধ্যায়, দেবাশিস দাসদের

Open Air Jail: নেই উঁচু দেওয়াল-স্বশস্ত্র কারারক্ষী, জেলেই গ্রাম তৈরি করল খুনের আসামিরা! তারপর …
। শেষমেশ অবশ্য ৪-১ গোলে জেতে এডিজি একাদশ। ম্যাচের রেফারি ছিলেন প্রেসিডেন্সি জেলে দীর্ঘদিনের বন্দি নাইজেরিয়ান ডুং ডুং। এই নাইজেরিয় বন্দি নিজেও দক্ষ ফুটবলার। তবে এদিনের ম্যাচে কোনও পক্ষেই কোনও বিদেশিকে খেলানো হয়নি। তাই তাঁকে দায়িত্ব দেওয়া হয় রেফারির। সংশোধনাগার সূত্রের খবর, দর্শক হিসাবে এই সান্ধ্য ফুটবলের মজা নিতে মূলত যে বন্দিরা খেলাধুলোর সঙ্গে যুক্ত, তাঁদের বাড়তি সময় গরাদের বাইরে থাকার অনুমতি দেওয়া হয়। সেই তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত কাদের খানও। তবে পার্থ চট্টোপাধ্যায়-সহ হাই-প্রোফাইল যে সব বন্দি সেলে থাকেন, তাঁদের আর ম্যাচের আনন্দ উপভোগ করা হয়ে ওঠেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *