South 24 Parganas : কেন্দ্রের আর্থিক বঞ্চনার প্রতিবাদ, অভিষেকের গড়ে পথে নামল তৃণমূলপন্থী শিক্ষক সংগঠন – trinamool congress teachers cell protest against bjp government at south 24 parganas


একশো দিনের উপর মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। ২৪ মে সল্টলেক করুণাময়ীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে তাঁরা। এর মাঝেই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে পথে নামল তৃণমূল সংগঠনের শিক্ষক-শিক্ষিকারা।

Dilip Ghosh : ‘দিদির সুরক্ষা কবচই উঠে গিয়েছে, আর অভিষেকের…’, বিস্ফোরক দিলীপ
নিজেদের প্রাপ্য ডি এর দাবিতে একদিকে কলকাতায় ধরনাতে শিক্ষক-শিক্ষিকারা। অন্যদিকে, অভিষেক গড়ে অবস্থান বিক্ষোভে বসলেন তৃণমূল সংগঠনের শিক্ষক-শিক্ষিকারা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানানো হয়।
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা ও রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ২ নং ব্লকের ২৪৬ মোড়ে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সড়কের উপর সকাল ন’টা থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূল কংগ্রেস শিক্ষা ছেলের শিক্ষক-শিক্ষিকারা সহ ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।

24 Parganas South : রুটি করতে দেরি হওয়ায় মাকে ধারাল অস্ত্র দিয়ে হত্যা, হাড়হিম করা ঘটনা মথুরাপুরে
সন্ধ্যা ছয়টা পর্যন্ত অবস্থান-বিক্ষোভ চালানো হবে বলে জানানো হয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে। পাশাপাশি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন বলেন, “কেন্দ্রীয় সরকার রাজ্যের ১০০ দিনের কাজের বকেয়া পাওনা, আবাস যোজনার টাকা দিচ্ছে না, শুধু তাই নয় রাজ্যের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালাচ্ছে।”

Hridaypur Railway Station Fire : পুড়ে ছাই সমস্ত নথি, কলেজ ভর্তি নিয়ে দুশ্চিন্তায় হৃদয়পুরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রাজেশ
এমনকি সিবিআই, ইডি দিয়ে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করছে তারই প্রতিবাদে আজ এই অবস্থান-বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তাঁরা। সেই কারণেই মঙ্গলবার দিনভর অবস্থান বিক্ষোভ সামিল হয়েছেন তাঁরা। এক আন্দোলনকারী জানান, “পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা কর নিয়ে যাচ্ছে, কিন্তু বাংলার মানুষকে বঞ্চিত করছে। একাধিক প্রকল্পে টাকা আটকে রেখেছে।”

DA News : বুধবার থেকে লাগাতার কর্মবিরতি! আতঙ্কে প্রশাসন?

অন্যদিকে, সংগ্রামী যৌথ মঞ্চের অধীনে আন্দোলনকারীরা আগামী ২৪ মে বিকাশ ভবন অভিযান কর্মসূচি গ্রহণ করতে চলেছে। মহার্ঘ্য ভাতার দাবির পাশাপাশি সম্প্রতি সরকারি কর্মীদের টিফিন টাইম নিয়ে সরকারের নির্দেশিকায় তীব্র সমালোচনা করেন তাঁরা।
গত শনিবার নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয়, টিফিন টাইমে সরকারি কর্মচারীরা কোনও আন্দোলন, মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবে না। পাশাপাশি আরও জানানো হয়, অফিসে কর্মসংস্কৃতি ঠিক রাখতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে আগেভাগে না জানিয়ে কেউ ছুটি নিতে পারবে না। তবে কিছু জরুরি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যেমন, হাসপাতালে ভর্তি, নিকটআত্মীয় বিয়োগের মতো বেশ কিছু ক্ষেত্রে এ নিয়ম মানতে হবে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *