Tarapith Mandir: তীর্থযাত্রীদের জন্য তারাপীঠ মন্দিরে এবার বড় চমক, বিনামূল্যে মিলবে WIFI পরিষেবা – tarapith mandir committee will install free internet service for devotees


তিথি লগ্নই হোক বা সাধারণ দিন তারা মায়ের দর্শনে নিত্যদিনই ভক্তদের ঢল তারাপীঠে। কেউ মানসিক করতে, কেউ বা মানসিক পূরণে পুজো দিতে কারও আবার শুধু দর্শনই লক্ষ্য। তারাপীঠের তীর্থযাত্রীদের জন্য সুখবর। তারা মায়ের দর্শনে আসা ভক্তরা এবার মন্দির চত্বরে পাবেন ইন্টারনেটের সুবিধা। এই ওয়াইফাই পরিষেবার জন্য দর্শনার্থীদের কোনও মূল্য দিতে হবে না।আধুনিক জীবনে ইন্টারনেট সংযোগ ছাড়া এক মুহূর্ত থাকা অসম্ভব। শুধুমাত্র মনোরঞ্জন নয়, পরিবার ও কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকতে মেসেজ থেকে ফোনকলের জন্য দরকার ইন্টারনেট। কিন্তু মন্দিরের মধ্যে অনেক সময় নেটের সংযোগ থাকে না। সেই কারণে অসুবিধায় পড়েন ভক্তরা। মন্দিরের ভিতরে থাকলে কোনও দরকার পড়লে পরিজনেরা যোগাযোগ করতে পারেন না। সেই সব কথা মাথায় রেখেই মন্দির চত্বরে ইন্টারনেট সংযোগের কথা ভাবা হয়েছে বলে জানাল তারাপীঠ মন্দির কমিটি।

Habra WBTC Bus Service : ফলহারিণী অমাবস্যায় একবাসেই হাবড়া থেকে তারাপীঠ, জানুন ভাড়া-সময়

সম্প্রতি নবজোয়ার যাত্রা বীরভূমে চলাকালীন তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেসময় সাংসদের সুরক্ষা ব্যবস্থার কাজের জন্য মন্দিরে অস্থায়ীভাবে ইন্টারনেট পরিষেবার ব্যবস্থা করা হয়। কিন্তু সাংসদ ফিরে যেতেই তা বন্ধ হলেও এবার মন্দিরে স্থায়ীভাবে ওয়াইফাই জোন করতে চায় তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। তারা মায়ের শরণে প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটকেরা মন্দিরে আসেন। কৌশিকী অমাবস্যা, ফলহারিণীর মতো বিশেষ তিথিতে লাখ ছাড়িয়ে যায় ভক্তদের ভিড়। ইন্টারনেট পরিষেবা চালু হলে তেমন দিনে সকলের সুবিধা হবে।

Tungnath Temple: হুড়মুড়িয়ে ভেঙে পড়বে বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির! তুঙ্গনাথ হেলতে শুরু করায় বাড়ছে উদ্বেগ

প্রসঙ্গত, তারাপীঠ মন্দির উন্নয়নের জন্য বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। যেমন তারাপীঠে ৫১ সতীপীঠের আদলে মন্দির গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই মন্দির নির্মাণের দায়িত্ব পেয়েছে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। ইকোপার্কে যাঁরা সপ্তম আশ্চর্যের রেপ্লিকা তৈরি করেছেন মন্দির নির্মাণের কাজে সেই শিল্পীদের লাগানো হতে পারে বলে খবর। তারাপীঠ মন্দিরে ডোকার মুখেই তৈরি হবে এই ৫১ সতীপীঠের মতো এই মন্দিরগুলি।

তারাপীঠের মহাযজ্ঞে ভক্তদের ঢল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *