Anubrata Mondal : কেষ্টর কষ্ট! অনুব্রত-ছবি-সুকন্যার নামে থাকা সব সম্পত্তি অ্যাটাচ করল ED – enforcement directorate attached anubrata mondal and his family members property on recruitment scam


বুধবার সকালেই আদালতে ধাক্কা খেয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। বেলা বাড়তেই আরও বড় ধাক্কার মুখে পড়তে হল গোরু পাচারকাণ্ডে তিহাড় জেলে বন্দি তৃণমূল নেতাকে।গোরু পাচারকাণ্ডের তদন্তে নেমে অনুব্রত, তাঁর প্রয়াত স্ত্রী ছবি ও কন্যা সুকন্যা মণ্ডলের নামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেয়েছিল ইডি-সিবিআই। জানা গিয়েছে, কেষ্ট ও তাঁর পরিবারের নামে থাকা সম্পত্তি এবার অ্যাটাচ করছে ইডি। এটা নিঃসন্দের জেলবন্দি তৃণমূল নেতার পক্ষে অনেক বড় ধাক্কা।

Anubrata Mondal News: ফের অনুব্রতর জামিনের আর্জি খারিজ! ‘অসুস্থ’ কেষ্ট তিহাড়েই
ইডি সূত্রে খবর, সব মিলিয়ে মোট ১১ কোটির সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে। এর পাশাপাশি ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। এর আগে অনুব্রত ও তাঁর পরিবারের নামে থাকা ১৭ কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করেছিল সিবিআই।

বাবার জামিনের আবেদন খারিজের দিনই দিল্লির হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত-কন্যা সুকন্যা। হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি তাঁকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেন সুকন্যা। আদালতে দায়ের করা মামলায় ইডির তরফে আনা যাবতীয় অভিযোগ খারিজের আবেদন জানিয়েছেন কেষ্টকন্যা।

Partha Chatterjee : অভিষেক-প্রশ্নে ‘বিরক্ত’ পার্থ! প্রাক্তন শিক্ষামন্ত্রী বললেন…
ইডির হাতে গ্রেফতারির পর সুকন্যাও এই মুহূর্তে দিল্লির তিহাড় জেলে বন্দি। জানা গিয়েছে, ৯ অগস্ট দিল্লি হাইকোর্টে সুকন্যার জামিনের আবেদনের শুনানি হবে। অন্যদিকে পৃথকভাবে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে জামিনের আবেদন জানিয়েছেন সুকন্যা। ২৬ মে সেখানে তাঁর জামিনের আবেদনের শুনানি।

স্বাস্থ্যে ভেঙে পড়ার দোহাই দিয়ে সম্প্রতি দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে জামিনের আবেদন করেন অনুব্রত মণ্ডল। বুধবার সেখানে কেষ্টর জামিন মামলার শুনানি হয়। হাজির ছিলেনর অনুব্রতর আইনজীবী মুদিত জৈন। জেলে থাকার কারণে অনুব্রতর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে দাবি করেন তাঁর আইনজীবী। তিহাড় জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল তাঁর। অনুব্রতর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট দেওয়া হচ্ছে না বলে দাবি করেন তাঁর আইনজীবী।

Calcutta High Court Abhishek Banerjee : অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ED-CBI! আবেদন খারিজ করে ২৫ লাখ জরিমানার নির্দেশ বিচারপতি সিনহার
শুনানির শেষে আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। ফলে আপাতত কেষ্টকে তিহাড় জেলেই থাকতে হবে। বিচারক জানিয়েছে, জুন মাসের পর ফের অনুব্রত জামিন মামলার শুনানি হবে। জুলাই মাসে ফের এই জামিন মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। জুলাই মাসে অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যার জামিন নিয়ে আদালত কী জানায় সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *