প্রকাশিত হয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় এবার পরীক্ষার ফল ঘোষণা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি বছ পরীক্ষা দিয়েছিল মোট ৮ লাখ ২৪ হাজার ৮৯১ জন। তাদের মধ্যে পাশ করেছে ৭ লাখ ৩৭ হাজার ৮০৭ জন। উচ্চমাধ্যমিকে এবার পাশের হার ৮৯.২৫ শতাংশ।
এর মধ্যেই অনেক পড়ুয়া রয়েছে যারা নিজের ফল নিয়ে খুশি নয়। হয়ত ঠিক যতটা ভালো ফলের আশা করেছিল, রেজাল্ট তেমন আশানুরূপ হয়নি। তারা অনায়াসেই উত্তরপত্র রিভিউ বা স্ক্রুটিনি করাতে পারবে।
এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এ বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জানিয়েছেন। বুধবারের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “অনলাইনেই পরীক্ষার খাতা রিভিউ বা স্ক্রুটিনি করতে পারবে পরীক্ষার্থীরা।”
কী ভাবে রিভিউ বা স্ক্রুটিনি করা যাবে?
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আগামী ৩১ মে মধ্যরাত থেকে ১৫ জুন মধ্যরাত পর্যন্ত PPS অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি বা PPR অর্থাৎ পোস্ট পাবলিক রিভিউ করা যাবে। আর এই পুরো প্রক্রিয়াটিই এবার করা যাবে অনলাইনে। উচ্চমাধ্যমিকের পোর্টালে গিয়ে রিভিউ বা স্কুটিনির জন্য আবেদন করা যাবে।
মার্কশিট হাতে পাওয়ার পরেই কোনও বিষয়ের খাতার স্ক্রুটিনি বা রিভিউর জন্য আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা। আগামী ৩১ মে এবারের উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা স্কুল থেকে মার্কশিট হাতে পাবে। এবারের মার্কশিটে কিউআর কোড থাকছে। সেই কোড স্ক্যান করলেই মিলবে পরীক্ষার্থীর যাবতীয় তথ্য। দেখা যাবে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, সেন্টারের নাম।
রিভিউ বা স্ক্রুটিনির ক্ষেত্রে খরচ কত?
উচ্চমাধ্যমিকের খাতার PPS অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনির জন্য খরচ পড়বে ১০০ টাকা প্রতি উত্তরপত্র। পাশাপাশি PPR অর্থাৎ পোস্ট পাবলিক রিভিউয়ের জন্য খরচ পড়বে ১৫০ টাকা প্রতি উত্তরপত্র।