কৃতী বা মেধাবী মানেই সারাদিন মুখ গুঁজে পড়া, এই প্রচলিত ধ্যান ধারণাকে ভেঙে দিয়েছে চলতি বছর উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অধিকার করা শুভ্রাংশু সর্দার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশের নিরিখে ৯৯.২%। উচ্চমাধ্যমিকের ছয় বিষয়ের মধ্যে তিন বিষয়েই ১০০ পেয়েছেন শুভ্রাংশু। বাকি দুটিতে ৯৮ ও একটিতে ৯০।অন্যান্য বছরের কৃতী মেধাবীদের থেকে অনেকটাই আলাদা শুভ্রাংশু। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এই ছাত্রের সাবজেক্ট কম্বিনেশন দেখে রীতিমতো অভিভূত খোদ সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যও। সাংবাদিক সম্মেলনে শুভ্রাংশুর প্রশংসায় তাঁর সাবজেক্ট কম্বিনেশনেরও উল্লেখ করেন। সায়েন্সের মূল সাবজেক্টগুলি না থাকলেও একসঙ্গে অঙ্ক, অর্থনীতি ও স্ট্যাটিসটিক্সের মতো সাবজেক্ট সচরাচর দেখা যায় না। এই তিন সাবজেক্ট একসঙ্গে বেছে নেওয়ার পিছনের গল্পও জানালেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। জানান, মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রিতে দুর্দান্ত প্রস্তুতি হওয়া সত্ত্বেও শেষপর্যন্ত করোনা লকডাউনে বাতিল হয়ে যায় পরীক্ষা। আচমকাই এই বিষয়গুলির উপর ভালোবাসা হারিয়ে ফেলেন শুভ্রাংশু। অর্থনীতি নিয়ে ছোট থেকেই পড়ার ইচ্ছে। তাই অর্থনীতির সঙ্গে সঙ্গে ভালো লাগার বিষয় হিসেবে বেছে নেন অঙ্ক ও স্ট্যাটিসটিক্স। ভবিষ্যতেও অর্থনীতি নিয়েই সে পড়তে চায় বলে জানায় এই কৃতী।
Uccha Madhyamik Topper 2023: উচ্চমাধ্যমিকে ৪৯৬ পেয়ে প্রথম শুভ্রাংশু, মেধাতালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়জয়কার
শুভ্রাংশের মতে, জীবনে উন্নতি করা ও কিছু করে দেখানোর জন্য নিজের উপর ভরসা ছাড়াও বাবা মায়ের ছেলেমেয়ের উপর কতটা ভরসা রয়েছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবছরের সেরার টিপস, ”ভালো রেজাল্ট বা পড়াশুনা করার জন্য একটা প্যাশন থাকতে হবে। কতক্ষণ পড়লাম নয়, কী পড়লাম সেটা গুরুত্বপূর্ণ। ভালো রেজাল্টের জন্য সারাদিন মুখ গুঁজে পড়ার দরকার নেই। দিনে চার ঘণ্টা পড়েও উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি নেওয়া সম্ভব। তবে ভালো রেজাল্টের জন্য জেদ থাকা দরকার।”
Uccha Madhyamik Result 2023: মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক, কলকাতার থিম সং যেন ‘পড়াশোনায় জলাঞ্জলি দিয়ে…’
এবছর উচ্চমাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম শুভ্রাংশুর সোশাল মিডিয়ায় কোনও আকর্ষণ নেই। ভীষণ ভালোবাসে বই পড়তে আর খেতে। গিফট হিসেবে বই তাঁর প্রথম পছন্দ ৷ এমনকি পুজোর সময় নতুন জামা কাপড়ের বদলে বই নিত শুভ্রাংশু ৷ স্কুলের লাইব্রেরিতেই বেশি সময় কাটাত সে।
ভালো গানও গায় শুভ্রাংশু। মিশনের ছাত্রদের নিয়ে যে ব্যান্ড রয়েছে জোনাকি তার একসময় লিড সিঙ্গার ছিল শুভ্রাংশু ৷ আজকেও সবার আবদারে দুকলি গান গেয়ে শোনায় সে।
Uccha Madhyamik Result Declared Live: উচ্চমাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার
অর্থের টানাটানি থাকলেও ছেলেকে তা অনুভব হতে কখনও দেননি শুভ্রাংশুর বাবা-মা। শুভ্রাংশুর বাবা তাপস সরদার পিক আপ ভ্যান চালান ৷ মা বাড়িতেই টুকটাক সেলাইয়ের কাজ করতেন ৷ বিরিয়ানি, চাইনিজ শুভ্রাংশুর পছন্দের খাবার বলে জানালেন তার মা শম্পা সর্দার ৷